আটকে গেছে অন্ত্য মিল কী দেব, কন তো? ৩১ by মাসুদ মাহমুদ
ছড়া লিখতে গেলে অন্ত্যমিল নিয়ে ঝামেলায় পড়ে যাই বরাবরই। জুতসই শব্দ খুঁজে পাই না। তাই দুটো অসম্পূর্ণ ছড়া নিয়ে পাঠকের দ্বারস্থ হতে হচ্ছে। অন্ত্যমিল হিসেবে উপযুক্ত দুটি শব্দ পাঠিয়ে আপনারা আমাদের উদ্ধার করুন। খামের ওপর ‘অন্ত্যমিল-৩১’ লিখে পাঠিয়ে দিন রস+আলোর ঠিকানায়।
২০ অক্টোবরের মধ্যে উপযুক্ত অন্ত্যমিল পাঠানো দুজন পাঠককে দেওয়া হবে ১০০ টাকার করে প্রাইজবন্ড।
ভালো করে দেখে নিও তরুণী ও ম্যামেরা
আছে নাকি পারলারে গোপনীয় ...।
লেখালেখি, টিটকারি অনায়াসে তা ভুলে
যোগাযোগ ঠিক রেখে টিকে থাকে ...।
অন্ত্যমিল-৩০-এর উত্তর: জামাতে, উইকি। বিজয়ী: ১. রিয়াজুল হাসান, সাহিদা হক মঞ্জিল, কাউনিয়া প্রধান সড়ক, কাউনিয়া, বরিশাল। ২. মোহাম্মদ মুহিবুল্লাহ, ছাত্র হল (রুম ২১৬), ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলশী, চট্টগ্রাম।
ভালো করে দেখে নিও তরুণী ও ম্যামেরা
আছে নাকি পারলারে গোপনীয় ...।
লেখালেখি, টিটকারি অনায়াসে তা ভুলে
যোগাযোগ ঠিক রেখে টিকে থাকে ...।
অন্ত্যমিল-৩০-এর উত্তর: জামাতে, উইকি। বিজয়ী: ১. রিয়াজুল হাসান, সাহিদা হক মঞ্জিল, কাউনিয়া প্রধান সড়ক, কাউনিয়া, বরিশাল। ২. মোহাম্মদ মুহিবুল্লাহ, ছাত্র হল (রুম ২১৬), ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলশী, চট্টগ্রাম।
No comments