রস+আলো যদি সরকারি রম্য ম্যাগাজিন হতো by নাসিফ চৌধুরী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশি সরকার ফান ম্যাগাজিন অধিদপ্তর কারওয়ান বাজার, ঢাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশি সরকারের অতথ্য মন্ত্রণালয়ের অধীনে ফান ম্যাগাজিন রস+আলোতে কিছুসংখ্যক রম্যরচনা প্রকাশিত হইবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে রচিত আইডিয়া/রম্যরচনাসহ সাদা কাগজে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
মূল দরখাস্তের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্রাদির অনুলিপি (অফেরতযোগ্য) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।
ক. সম্প্রতি তোলা তিন কপি রঙিন পাসপোর্ট আকারের ছবি।
খ. জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদ।
গ. খেলোয়াড় কোটায় ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত খেলাধুলার সনদ।
শর্তাবলি
লেখককে লেখা পাঠানোর ফি বাবদ ৭৫/- (পঁচাত্তর) টাকা ট্রেজারি চালান মূলে কোড নম্বর ১-২৪৩১-০০০০-২০১১-তে জমা দিয়ে তার মূল কপি লেখার সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে।
‘ফান ম্যাগাজিন বিধিমালা-১৯৯১’-এ বর্ণিত নিয়মানুযায়ী ও কর্তৃপক্ষের বিবেচনায় কেবল বাছাইকৃত লেখা প্রকাশিত হবে।
লেখককে কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।
মূল রচনা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্তের নমুনা—
বরাবর
মহাপরিচালক, রস+আলো
ফান ম্যাগাজিন অধিদপ্তর, ঢাকা
বিষয়: রস+আলোতে লেখা প্রকাশের আবেদন।
জনাব,
বাংলাদেশ সরকারের অধীনে বহুল প্রকাশিত ‘রস+আলো’ নামক ফান ম্যাগাজিনে লেখা প্রকাশের জন্য আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করিয়া একটি রম্যরচনা উপস্থাপন করিলাম।
উক্ত রচনাটি প্রকাশ করিয়া জনাব আমাকে বাধিত করিবেন।
বিনীত
আবুল হাশেম
মনতোলা, চাঁপাইনবাবগঞ্জ
অতঃপর, লেখা পাঠানোর পর
লেখা পাঠানোর পর থেকে তা প্রকাশ করার জন্য দীর্ঘদিন আপনাকে রস+আলোর টেবিলে টেবিলে ঘুরতে হবে, প্রয়োজনে মোটা অঙ্কের ঘুষ দিতে হবে। তার পরও বিভাগীয় সম্পাদক সাহেব বলবেন, ‘সরি, এ সংখ্যায় মন্ত্রীর শালার দুইটা লেখা আছে, আপনি বরং সামনের সপ্তাহে যোগাযোগ করেন।’
ক. সম্প্রতি তোলা তিন কপি রঙিন পাসপোর্ট আকারের ছবি।
খ. জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদ।
গ. খেলোয়াড় কোটায় ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত খেলাধুলার সনদ।
শর্তাবলি
লেখককে লেখা পাঠানোর ফি বাবদ ৭৫/- (পঁচাত্তর) টাকা ট্রেজারি চালান মূলে কোড নম্বর ১-২৪৩১-০০০০-২০১১-তে জমা দিয়ে তার মূল কপি লেখার সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে।
‘ফান ম্যাগাজিন বিধিমালা-১৯৯১’-এ বর্ণিত নিয়মানুযায়ী ও কর্তৃপক্ষের বিবেচনায় কেবল বাছাইকৃত লেখা প্রকাশিত হবে।
লেখককে কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।
মূল রচনা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্তের নমুনা—
বরাবর
মহাপরিচালক, রস+আলো
ফান ম্যাগাজিন অধিদপ্তর, ঢাকা
বিষয়: রস+আলোতে লেখা প্রকাশের আবেদন।
জনাব,
বাংলাদেশ সরকারের অধীনে বহুল প্রকাশিত ‘রস+আলো’ নামক ফান ম্যাগাজিনে লেখা প্রকাশের জন্য আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করিয়া একটি রম্যরচনা উপস্থাপন করিলাম।
উক্ত রচনাটি প্রকাশ করিয়া জনাব আমাকে বাধিত করিবেন।
বিনীত
আবুল হাশেম
মনতোলা, চাঁপাইনবাবগঞ্জ
অতঃপর, লেখা পাঠানোর পর
লেখা পাঠানোর পর থেকে তা প্রকাশ করার জন্য দীর্ঘদিন আপনাকে রস+আলোর টেবিলে টেবিলে ঘুরতে হবে, প্রয়োজনে মোটা অঙ্কের ঘুষ দিতে হবে। তার পরও বিভাগীয় সম্পাদক সাহেব বলবেন, ‘সরি, এ সংখ্যায় মন্ত্রীর শালার দুইটা লেখা আছে, আপনি বরং সামনের সপ্তাহে যোগাযোগ করেন।’
No comments