বিশ্বের গভীরতম সুইমিং পুল
বিশ্বের গভীরতম সুইমিং পুল ইতালি ইউগানিয়ান হিলসের সুইমিং পুল। একে বলা হয় ওয়াই-৪০। কারণ পুলটি মাটির ৪০ ফুট গভীরে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ এটিকে বিশ্বের গভীরতম পুল হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্কুবা ডাইভারস ও নির্ভীক সাঁতারুদের জন্য এটি দারুণ একটি জায়গা।
স্থপতি ইমানুয়েল বোয়ারেত্তোর নকশা এবং বোয়ারেত্তো গ্রুপ হোটেল ও রিসোর্টের সহযোগিতায় এটি নির্মিত হয়েছে। ওয়াই-৪০’র দৈর্ঘ্য ২১ মিটার, প্রস্থ ১৮ মিটার। পুলটির পানির তাপমাত্রা সব সময় ৩২ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে রাখা হয়। সুইমিং কমপ্লেক্সের ভেতরে রয়েছে চার তারকা হোটেলের মতো চমৎকার পরিবেশ। ওয়াই-৪০’র গভীরতা প্রশিক্ষণার্থী স্কুবা ডাইভার, আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য ভালো। তবে যারা সাঁতার কাটতে চান না বা জানেন না, তাদের জন্য রয়েছে একটি স্বচ্ছ টানেল। যেখানে সহজেই তারা পুলটি উপভোগ করতে পারেন। ওয়েবসাইট।
স্থপতি ইমানুয়েল বোয়ারেত্তোর নকশা এবং বোয়ারেত্তো গ্রুপ হোটেল ও রিসোর্টের সহযোগিতায় এটি নির্মিত হয়েছে। ওয়াই-৪০’র দৈর্ঘ্য ২১ মিটার, প্রস্থ ১৮ মিটার। পুলটির পানির তাপমাত্রা সব সময় ৩২ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে রাখা হয়। সুইমিং কমপ্লেক্সের ভেতরে রয়েছে চার তারকা হোটেলের মতো চমৎকার পরিবেশ। ওয়াই-৪০’র গভীরতা প্রশিক্ষণার্থী স্কুবা ডাইভার, আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য ভালো। তবে যারা সাঁতার কাটতে চান না বা জানেন না, তাদের জন্য রয়েছে একটি স্বচ্ছ টানেল। যেখানে সহজেই তারা পুলটি উপভোগ করতে পারেন। ওয়েবসাইট।
No comments