ধুমকেতুর বুকে অবতরণ করছে মহাকাশযান
পৃথিবী থেকে ৫০ কোটি কিলোমিটার দূরে ধাবমান এক ধুমকেতুর বুকে আগামী সাত ঘন্টার মধ্যে মানুষের তৈরি একটি অবতরণযান নামতে যাচ্ছে। ইউরোপের মহাশূন্য বিজ্ঞানীরা বলছেন, তাদের কৃত্রিম উপগ্রহ রসেটা থেকে ফিলি নামে এই ল্যান্ডার বা অবতরণযানটি ইতমধ্যেই ধুমকেতুর উদ্দেশে রওনা হয়েছে। সফল হলে মহাকাশ অভিযানের ইতিহাসে এট একটি মাইলফলক হয়ে থাকবে। বিজ্ঞানীরা মনে করছেন ওই ধুমকেতুর বুকে যে বরফ আর ধুলোবালি রয়েছে তার বয়স ৪০০ কোটি বছর। এটির নমুনা থেকে সৌরজগত আর মহাবিশ্বের কাঠামো সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে বলে তারা আশা করছেন।
No comments