টাঙ্গাইলে ফিলিং স্টেশনে আগুন ৩ গাড়ি ভস্মীভূত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্লা এলাকায় নাহিদ ফিলিং স্টেশনে আগুন লেগে ৩টি গাড়ি ভস্মীভূত হয়েছে। আংশিক পুড়ে গেছে সেখানে থাকা আরও ৪টি ট্রাক। মঙ্গলবার সকালে আগুন লাগার পর মহাসড়কের যান চলাচল সাময়িক বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অসতর্কতাবশত আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে ফিলিং স্টেশনের ৯ হাজার লিটার জ্বালানি পুড়ে গেছে এবং প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে নাহিদ ফিলিং স্টেশনে একটি তেলভর্তি লরি দাঁড়িয়ে ছিল। এ সময় উত্তরবঙ্গগামী দিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস লরিটিকে ধাক্কা দিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাম্পে থাকা একটি তেলের লরি, একটি কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাস পুড়ে যায় এবং আরও চারটি ট্রাকের আংশিক ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৫ ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী গুল্লা এলাকার সাব্বির জানান, সকাল ৭টার দিকে নাহিদ ফিলিং স্টেশনে একটি কাভার্ড ভ্যানে হঠাৎ আগুন দেখতে পান। এ সময় সবাই চিৎকার শুরু করে। ফিলিং স্টেশনে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এ সময় মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক আবু জাফর জানান, আগুনে ফিলিং স্টেশনের ৯ হাজার লিটার পেট্রল পুড়ে গেছে। প্রাথমিকভাবে তিনি ধারণা করেন অসর্তকতার কারণে আগুনের সূত্রপাত হয়। তবে তদন্তের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান। এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপপরিচালক আবু জাফর জানান, আগুনে ফিলিং স্টেশনের ৯ হাজার লিটার পেট্রল পুড়ে গেছে। প্রাথমিকভাবে তিনি ধারণা করেন অসর্তকতার কারণে আগুনের সূত্রপাত হয়। তবে তদন্তের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান। এ ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
No comments