চীন আরও ভালো করুক : ওবামা
বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রতিযোগী চীনের ক্রমবর্ধমান উন্নতিকে ‘স্বাগত’ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশ ‘আরও ভালো করুক’ বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বেইজিংয়ে অনুষ্ঠিত এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা জোটের (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে সোমবার ওবামা এই মন্তব্য করেন। এ সময় চীনের সঙ্গে একটি ভিসাচুক্তির ঘোষণা দেন তিনি। ওবামা বলেন, ‘একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল চীনের সামনে এগিয়ে যাওয়াকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।’ তবে চীনের বাজার উন্মুক্তকরণ, মুদ্রা নিয়ন্ত্রণ, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতায় শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান ওবামা। চীন কর্তৃত্বাধীন আধা স্বায়ত্তশাসিত হংকংয়ের আন্দোলনের ব্যাপারেও প্রথমবারের মতো মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে, চীনের সঙ্গে একটি ভিসা চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ওবামা। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে চীনা ভ্রমণকারীদের সংখ্যা বাড়ানো হয়েছে। এতে ছাত্রভিসার মেয়াদ পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ী ও পর্যটক ভিসাও বাড়ানো হয়েছে।
গত বছর চীনের ১৮ লাখ নাগরিক যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। ওবামা জানান, তারা অর্থনীতিতে ২১০০ কোটি ডলার অবদান ও ১ লাখ কর্মসংস্থানে যুক্ত হয়েছে। বাণিজ্য চুক্তিতে সম্মত দক্ষিণ কোরিয়া-চীন : দক্ষিণ কোরিয়া ও চীন এক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। অ্যাপেক সম্মেলনের ফাঁকে সোমবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে দুই দেশের মধ্যে ১৪ দফা বৈঠক হলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিস থেকে এক বিবৃতিতে এই বৈঠককে ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই চুক্তির ফলে ৯০ শতাংশ পণ্যের ওপর থেকে গত দুই দশকের বেশি সময় ধরে করা শুল্ক আরোপ উঠিয়ে নেবে চীন। আগামী বছর জাপান সফরে যাবেন পুতিন :২০১৫ সালে সুবিধাজনক সময়ে জাপান সফরে যেতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। রোববার অ্যাপেক সম্মেলনের প্রাক্কালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠকে এই প্রতিশ্র“তি দিয়েছেন পুতিন। সোমবার জাপানের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
No comments