কাদের সিদ্দিকীর সংবাদ সম্মেলন বিকেলে
মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় নিজের অবস্থান ও প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম।
মোহাম্মদপুরের ২০/৩০ বাবর রোডের বাসভবনে বুধবার বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘মানহানির মামলাটি আসলেই মানহানিকর ছিল কি-না সে বিষয়েই আমি কথা বলব।’
ঢাকা মহানগর হাকিম আলি মাসুদ শেখ মঙ্গলবার বিকেলে কাদের সিদ্দিকীর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওইদিন কাদের সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের ধার্য দিন ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত এ আদেশ দেন। গ্রেফতারি সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৯ ফেব্র“য়ারি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির মামলাটি করেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার।
মামলায় অভিযোগ করা হয়, কাদের সিদ্দিকী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে উদ্দেশে করে বলেছিলেন, ‘তিনি রাজাকার হয়ে যুদ্ধাপরাধীদের বিচার কিভাবে করছেন?’
কাদের সিদ্দিকীর ওই বক্তব্যে বাদীর সুনাম ুণœ হয়েছে বলে মামলাটি দায়ের করা হয়।
মোহাম্মদপুরের ২০/৩০ বাবর রোডের বাসভবনে বুধবার বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, ‘মানহানির মামলাটি আসলেই মানহানিকর ছিল কি-না সে বিষয়েই আমি কথা বলব।’
ঢাকা মহানগর হাকিম আলি মাসুদ শেখ মঙ্গলবার বিকেলে কাদের সিদ্দিকীর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওইদিন কাদের সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের ধার্য দিন ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত এ আদেশ দেন। গ্রেফতারি সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৯ ফেব্র“য়ারি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির মামলাটি করেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার।
মামলায় অভিযোগ করা হয়, কাদের সিদ্দিকী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে উদ্দেশে করে বলেছিলেন, ‘তিনি রাজাকার হয়ে যুদ্ধাপরাধীদের বিচার কিভাবে করছেন?’
কাদের সিদ্দিকীর ওই বক্তব্যে বাদীর সুনাম ুণœ হয়েছে বলে মামলাটি দায়ের করা হয়।
No comments