দেইফে মুগ্ধ ইসরাইলের সাবেক নিরাপত্তাপ্রধান
ইসরাইলি নিরাপত্তা সংস্থা শিন বেইতের সাবেক প্রধান কারমি গিলন বলেছেন, গাজায় প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের ভূমিকায় তিনি অভিভূত। আল-কাসেম ব্রিগেডের এই নেতা অসংখ্য গুপ্তহত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন বলেও গিলন জানিয়েছেন।
গিলন সোমবার রাতে ইসরাইলের চ্যানেল ২-এ প্রচারিত এক সাক্ষাতকারে দেইফকে ‘ছায়া মানব’ হিসেবেও অভিহিত করেন।
সম্প্রতি ইসরাইলি হামলার সময় দেইফের নেতৃত্বে হামাস প্রতিরোধ করে। দীর্ঘ ৫১ দিন হামলাতেও হামাসকে পরাজিত করতে পারেনি ইসরাইল।
হামলার শেষ পর্যায়ে ইসরাইলি বাহিনী দেইফের বাড়িতে হামলা চালায়। এতে দেইফের স্ত্রী ও সন্তান নিহত হয়। হামাস জানিয়েছে, দেইফ জীবিত রয়েছেন। কৌশলগত কারণেই দেইফ প্রকাশ্যে আসছে না।
শিন বেইত কর্মকর্তারাও জোর দিয়ে বলছেন না যে দেইফ ওই হামলায় নিহত হয়েছেন।
এদিকে গাজা উপত্যাকায় ‘আর’ নামে পরিচিত অপর এক শিন বেইত কর্মকর্তা চ্যানেল ২-এ এক অনুষ্ঠানে বলেছেন, ইসরাইল হামাসকে অবমূল্যায়ন করেছিল। তারা ভাবতেই পারেনি, গাজায় বিপুল ক্ষতি এবং ৫০ দিনের যুদ্ধের পরও হামাস টিকে থাকতে পারবে।
তিনি আরো বলেন, তিনি আশা করেছিলেন, বিপুল ধ্বংসযজ্ঞ দেখে হামাস প্রথম যুদ্ধবিরতি চেষ্টাতেই রাজি হয়ে যাবে। তিনি স্বীকার করেছেন, তারা ভাবতেই পারেননি যে হামাস এত দীর্ঘ দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে।
সূত্র : মিডল ইস্ট মনিটর।
No comments