ছোট খবর

ইরান-যুক্তরাষ্ট্র-ইইউ
চুক্তি ছাড়াই আলোচনাইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির দুই দিনব্যাপী আলোচনা কোনো চুক্তি সম্পাদন ছাড়াই শেষ হয়েছে। ওমানের রাজধানী মাসকাটে রবি ও সোমবার অনুষ্ঠিত ওই আলোচনায় কোনো চুক্তি না হওয়ায় ডেটলাইনের আগে সংকট নিরসনের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ২৪ নভেম্বর অন্তর্বর্তী চুক্তির মেয়াদ শেষ হবে বলে কথা রয়েছে। ইরানের পরমাণু ইস্যুতে চূড়ান্ত চুক্তি করার পথে যেসব বাধা রয়েছে সেগুলো দূর করার জন্য ইরানের পররাষ্ট্র মোহাম্মাদ জাওয়াদ জারিফ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইইউ পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোন এ বৈঠকে বসেন। এএফপিকাবুল১০ পুলিশ নিহতআফগানিস্তানে সোমবার তালেবানদের দুটি পৃথক বোমা হামলায় অন্তত ১০ পুলিশ নিহত হয়েছে। অপর এক বোমা হামলায় দুই বেসামরিক লোক আহত হয়েছে। আফগান কর্মকর্তারা এ কথা জানান। কাবুলের দক্ষিণে অবস্থিত লোগার প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলাকারী একদল পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালায়। এএফপিনয়াদিল্লিবন্ধ্যাত্বকরণে মৃত ৮ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে বন্ধ্যাত্বকরণের পর আট নারী মারা গেছেন এবং আশংকাজনক অবস্থায় রয়েছেন ৩২ জন। ৮ নভেম্বর বিলাসপুরের এক সরকারি হাসপাতালে বন্ধ্যাত্বকরণের জন্য একটি ক্যাম্প খোলা হয়। আশপাশের প্রায় ৪০ গ্রাম থেকে ৮৩ জন নারী বন্ধ্যাত্বকরণের জন্য এই ক্যাম্পে আসেন। অস্ত্রোপচার শেষে প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বন্ধ্যাত্বকরণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ মাথাপিছু এক হাজার চারশ’ করে টাকা দেয়।নয়াদিল্লি৬০ ভাগ পুরুষ বউ পেটায়ভারতে প্রতি ১০ জনে ৬ জন তথা ৬০ ভাগ পুরুষ তাদের স্ত্রী কিংবা পার্টনারের ওপর সহিংসতার কথা স্বীকার করেছেন। লিঙ্গগত বৈষম্য ও অর্থনৈতিক অবস্থা এসব সহিংসতার পেছনে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। দ্য ইউনাইটেড ন্যাশনস ওয়ার্ল্ড পপুলেশন ফান্ড এবং ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চ অন উইমেন পরিচালিত এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। টাইমস অব ইন্ডিয়া

No comments

Powered by Blogger.