মাতৃত্বে মশগুল শিল্পা
মাতৃত্বে মশগুল রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এখন তার সমগ্র জগৎ জুড়েই রয়েছে তিন মাসের ছোট্ট ছেলে ভিয়ান।তাই এখনই সিনেমায় ফেরার কথা ভাবতেই পারছেন না তিনি।
শিল্পার বলেন, “আমি এখন শুধুই মা.. আর এতে আমি দারুণ খুশি। তাই সিনেমা করার সময় আমার হাতে নেই। ধরে নিতে পারেন আমি দীর্ঘ ছুটিতে রয়েছি। মাতৃত্ব এমনই এক মুগ্ধতার অনুভুতি যে বাকি সবকিছুই পিছনের সারিতে রয়ে যায়।”
গত ২১ মে মা হয়েছেন শিল্পা। তারপর মঙ্গলবার দিল্লিতে একটি প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। সন্তান হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন শিল্পা।
সন্তান হওয়ার পর জীবনে যে পরিবর্তন এসেছে সে সম্পর্কে তিনি বলেছেন, “একজন মহিলা থেকে মা হয়ে ওঠা এক অনন্য সাধারন অভিঞ্জতা।” সন্তান প্রসবের পর শরীরের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ব্যাপারে শিল্পা বলেছেন, যথার্থ ও সঠিক পরামর্শ মেনে চললে তা খুব সহজেই আবার অর্জন করা যায়।
গত ২১ মে মা হয়েছেন শিল্পা। তারপর মঙ্গলবার দিল্লিতে একটি প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। সন্তান হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন শিল্পা।
সন্তান হওয়ার পর জীবনে যে পরিবর্তন এসেছে সে সম্পর্কে তিনি বলেছেন, “একজন মহিলা থেকে মা হয়ে ওঠা এক অনন্য সাধারন অভিঞ্জতা।” সন্তান প্রসবের পর শরীরের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ব্যাপারে শিল্পা বলেছেন, যথার্থ ও সঠিক পরামর্শ মেনে চললে তা খুব সহজেই আবার অর্জন করা যায়।
No comments