সুপারহিট 'রাজ থ্রি' by নিয়ন হাসান

'এক থা টাইগার' দিয়ে বলিউডে টর্নেডো বইয়ে দিয়েছেন সালমান খান। তাই শুধু খানসাম্রাজ্যে নয় পুরো বলিউডেই তিনি এখন অঘোষিত রাজা। সেই রাজার সঙ্গেই এখন ইমরান হাশমিকে তুলনা করা হচ্ছে। ভাবা যায়! অবশ্য ইমরান যেভাবে একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন, তাতে এটা অস্বাভাবিকও নয়।


এ নিয়ে বেজায় খুশি ৩৩ বছর বয়সী এই তারকা। তাই তার মুখ থেকে কয়েকদিন আগে বেরিয়ে আসে, 'আশা করছি, আমার ছবি হিটের জোয়ার অব্যাহত রাখবে। আমি বলিউডে এসেছি মাত্র ৯ বছর হলো। আর সালমান খান অনেক আগে থেকেই এখানে তারকা। তাই তার সঙ্গে আমার তুলনা করাকে বড় প্রাপ্তি এবং সম্মানের মনে করছি। তবে এটা জানি, তার অবস্থানে যেতে হলে এখনও অনেক কাজ করতে হবে আমাকে।'
বর্তমান বলিউডে ১০০ কোটি রুপি আয় নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তাতে মোটেও গা ভাসাতে চান না ইমরান। ভালো ছবিতে অভিনয়ই তার কাছে মুখ্য। 'রাজ_থ্রি' মুক্তির পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার ধারণা দিন দিন একজন অভিনেতা হিসেবে গড়ে উঠছি।'
'ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই', 'মার্ডার টু', 'দ্য ডার্টি পিকচার', 'জান্নাত টু' ও 'সাংহাই' নির্মাতাদের মুখে হাসি ফুটিয়েছে ব্যবসা করে। আর গত ৭ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত ইমরান হাশমির নতুন ছবি 'রাজ-থ্রি'ও মারাকাটারি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। সালমানের 'এক থা টাইগার'কে হটিয়ে এটাই এখন বলিউড টপচার্টের শীর্ষে। প্রথম দিনেই 'রাজ থ্রি' আয় করেছে ১১ কোটি রুপি। দুই প্রযোজক মহেশ ভাট এবং মুকেশ ভাট জানান, এর আগে ভাট পরিবারের কোনো ছবির শুরুটা এত ভালো হয়নি। এখন পর্যন্ত 'রাজ থ্রি'র আয়ের পরিমাণ ৪১ কোটি রুপি। 'মার্ডার'-এর মতো 'রাজ'ও ভাট পরিবারের সোনার ডিম পাড়া হাঁসের মতো! কারণ ২০০২ সালে 'রাজ' ও তিন বছর আগে মুক্তি পাওয়া 'রাজ_ দ্য মিস্ট্রি কন্টিনিউয়াস'ও সুপারহিট হয়েছিল। প্রথমটিতে বিপাশা থাকলেও দ্বিতীয় কিস্তিতে তার স্থলাভিষিক্ত হন কঙ্গনা রনৌত। তবে বিপাশাকে আবার নিজেদের দলে ভিড়িয়েছে ভাট পরিবার। প্রযোজক মহেশ ভাট 'রাজ-থ্রি'র বর্ণনা দিতে গিয়ে জানান, ছবিটির গল্প জীবন থেকে নেওয়া। অভিনেত্রী বিপাশা বসু, পরিচালক বিক্রম ভাট এবং লেখক সাগুফতা রফিকের জীবনের সত্যি তিনটি গল্পের প্যাকেজ বলা যায় এটিকে। একজন মানুষের ক্যারিয়ার কীভাবে কালো জাদুর মাধ্যমে প্রভাবিত হতে পারে, সম্পর্ক ভাঙার পর কীভাবে মানুষ তিলেতিলে ধ্বংস হতে পারে_ এসবই পাওয়া যায় 'রাজ-থ্রি'তে। বিপাশা বলেছেন, এটি আসলে ভৌতিক ধাঁচের ছবি। তার মতে, কোনো সংশয় নেই যে, 'রাজ-থ্রি' সাহসী লোকরাই দেখতে পারবে। মজার বিষয় হলো, অভিনয় করতে গিয়ে তিনি নিজেই ঘাবড়ে গিয়েছিলেন ভয়ে! তার ভাষায়, 'আমি নিজের হাসি শুনে নিজেই ভয় পেয়েছিলাম।'
বিপাশা বসুকে সর্বশেষ দেখা গেছে 'জোরি ব্রেকার্স' ছবিতে। এর আগে চলতি বছরের শুরুতে ছিল 'প্লেয়ার্স'। কিন্তু কোনোটি ব্যবসা করতে পারেনি। তবে মুকেশ ভাট বলেছেন, 'রাজ-থ্রি'র মাধ্যমে বিপাশা আবার নতুনভাবে বলিউডে ফিরে এসেছেন। 'দ্য ডার্টি পিকচার'-এর বিদ্যাকেও ম্রিয়মান মনে হয় 'রাজ থ্রি'র বিপাশাকে দেখলে। ছোট একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, বিপাশা বসু এই ছবিতে মনপ্রাণ উজার করে দিয়েছেন। এর মধ্যে একটি দৃশ্যে তিনি কাঁদছিলেন। কিন্তু পরিচালক 'কাট' বলার পরও তার কান্না থামছিল না। চরিত্রের ভেতর এতটাই ঢুকে গিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। গুঞ্জন রয়েছে, 'রাজ থ্রি'র সানিয়া চরিত্রটি নাকি 'কহো না পেয়ার হ্যায়' ছবির অ্যামিশা প্যাটেলের আদর্শে গড়া! পরিচালক বিক্রম ভাট ও তার প্রাক্তন প্রেমিকা আমিশার জীবনের অনেক কিছুই নাকি তুলে ধরা হয়েছে সানিয়ার চরিত্রের মাধ্যমে। কিন্তু বিপাশা এটাকে গুজব বলে উড়িয়ে দিয়ে বলেছেন, 'এটা একেবারে ভুল তথ্য। এখানে কোনো অভিনেত্রীকে খাটো করা হয়নি। বরং আমার চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, এই রূপালি জগতে কত লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে হয়।'
এদিকে একের পর এক সিক্যুয়েল ছবিতে অভিনয় করে একরকম বিরক্ত ইমরান হাশমি। এ বছরই মুক্তি পেয়েছে টানা তিনটি সিক্যুয়েল। 'জান্নাত-টু', 'মার্ডার-টু' এবং 'রাজ-থ্রি'। তিনটি ছবিই অবশ্য ব্যবসাসফল। আর মজার ব্যাপার হচ্ছে, এই তিনটি ছবিই ভাট পরিবারের। ভাট পরিবার থেকে বলা হচ্ছে_ সিক্যুয়েল নির্মাণ কম ঝুঁকিপূর্ণ। তবে ইমরান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সহসা আর সিক্যুয়েল ছবিতে অভিনয় করছেন না। মজার ব্যাপার হচ্ছে, 'দ্য ডার্টি পিকচার'-এর মতো 'রাজ থ্রি'তেও ইমরান অভিনয় করেছেন একজন চলচ্চিত্র পরিচালকের চরিত্রে। মানে সবকিছুতেই সিক্যুয়েল। তাই তার ভাষ্য, 'এবার নতুন কিছু ভাবছি। এভাবে সিক্যুয়েলে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি।'
ইমরানের মতোই যেন ধারাবাহিক সাফল্য পেতে শুরু করেছেন ইশা গুপ্তা। 'জান্নাত টু'র পর এবার 'রাজ থ্রি' দিয়েও তিনি সফল। তবে শুরুতে তার জায়গায় জ্যাকুলিন ফার্নান্দেজের কথা ভেবেছিল ভাট পরিবার। কিন্তু প্রায় ৮০০ উড়ন্ত তেলাপোকার মাঝে কাজ করতে হবে জেনে 'মার্ডার টু' হিট হওয়ার পরও ভাট পরিবারের ছবিটি থেকে নিজের নাম প্রত্যাহার করেন জ্যাকুলিন। তখনই কপাল খোলে ইশার। তার পুরো পরিবার ভূতের ছবির ভক্ত। এজন্যই 'রাজ_থ্রি'তে তার অভিনয় করা। অবশ্য তার ভালো লাগে হাসির ছবি! হ

No comments

Powered by Blogger.