মায়ের নামের অর্কিড দেখলেন উইলিয়াম
যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন সিঙ্গাপুর সফরের মধ্য দিয়ে তাঁদের দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফর শুরু করেছেন। কাল বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা সিঙ্গাপুরে থাকবেন।রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের হীরকজয়ন্তী উপলক্ষে প্রিন্স উইলিয়াম ও মিডলটন এ সফর করছেন।
সিঙ্গাপুর ছাড়াও তাঁরা মালয়েশিয়া, সলোমন দ্বীপপুঞ্জ ও ট্যুভালু সফর করবেন। সফরকালে মিডলটন মালয়েশিয়ায় ভাষণ দেবেন—যা হবে বিদেশে তাঁর প্রথম ভাষণ।
গতকাল মঙ্গলবার এ দম্পতি সিঙ্গাপুরে বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করেন। সেখানে তাঁদের নামে একটি অর্কিডের নামকরণ করা হয়। সাধারণত সিঙ্গাপুর সফরে আসা কোনো বিশিষ্ট ব্যক্তির সম্মানে অর্কিডের এ ধরনের নামকরণ করা হয়। অর্কিড বাগানের একটি ফুল রানির নামেও রয়েছে। তিনি ২০০৬ সালে শেষবার সিঙ্গাপুর সফর করেন। উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানাও এ অর্কিড বাগান পরিদর্শন করেন। ডায়ানার নামে করা অর্কিডের সামনে উইলিয়াম ও মিডলটন কিছু সময় কাটান। এএফপি।
No comments