কাশ্মীরে প্রথমবার শাহরুখ
বলিউডে শাহরুখের বয়স ইতোমধ্যে দু’দশক পার হয়ে গেছে। শূটিংয়ের প্রয়োজনে চষে বেড়িয়েছেন পৃথিবীর নানা অলিগলি। ফলে দেশ আর বিদেশ দু’টোই তার কাছে সমান। এ সবই জানা বিষয়। কিন্তু যা অনেকের কাছে অজানা তা হলো রবীন্দ্রনাথের ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া...’ কবিতার মতো একই দশা হয়েছে কিং খানের।
নিজের দেশ ভারতের সবচেয়ে বিখ্যাত জায়গা পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরই এতদিন তার পা পড়েনি। বাড়ির পাশেই যে এত সুন্দর জায়গা আছে তা নাকি শাহরুখের ধারণাতেই ছিল না। সম্প্রতি যশরাজ চোপড়ার নতুন একটা ছবির শূটিংয়ের লোকেশন ছিল কাশ্মীরে। জায়গাটি শাহরুখের জন্য সম্পূর্ণ নতুন। মিডিয়ার কাছে তাই ব্যাপারটা নিয়ে উচ্ছ্বাসের কথা জানালেন তিনি। নিজের ঘরের এত সুন্দর প্রকৃতি আর পরিবেশ দেখে যারপরনাই বিমোহিত এ সুপারস্টার। প্রায় প্রতিদিনই টুইটারে জানাচ্ছেন নিজের মুগ্ধতা আর অনুভূতির কথা। এখন পর্যন্ত নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটির শূটিং চলছে ডাল লেক, জাবারণ পাহাড় এবং লালচোখের মতো অপূর্ব লোকেশনগুলোতে। এ ছবিতে শাহরুখের সাথে অভিনয় করছে আনুশকা। যে কিনা তার ফিল্ম ক্যারিয়ারের সমান বয়সী। আর্মি অফিসারের চরিত্রে অভিনয় করা কিং খানের এ ছবিটি মুক্তি পাবে সামনের দিওয়ালীতে। সব সময়ই শাহরুখ যে চির তরুণ, মানিয়ে নিতে পারেন সব বয়সী নায়িকাদের সাথে এ ছবিটি তার আরও একটি প্রমাণ। ও আরেকটা কথা, সম্প্রতি বচ্চনরা শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন ‘বচ্চনবেটি’ আরাধ্যাকে দেখার জন্য। তাকে দেখে শাহরুখের মনে হয়েছে, বড় হয়ে সে হুবহু ঐশ্বর্যার মতোই হবে দেখতে। ভবিষ্যতে তার বিপরীতে ছবিতে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করেছেন কিং খান।
No comments