কাপ্তাইয়ের সৌন্দর্যে মুগ্ধ মজীনা by কাজী মোশাররফ হোসেন

‘বাংলাদেশকে দেখতে হলে কাপ্তাই আসতে হবে। এ দেশের সব সৌন্দর্য কাপ্তাইয়ে মিশে আছে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা ৯ সেপ্টেম্বর কাপ্তাই ভ্রমণে এসে ওই কথা বলেন। ড্যান মজীনা কাপ্তাই উপজেলার শীলছড়িতে অবস্থিত বেলাওপাড়ার সুধী সমাবেশে বক্তব্য দেন।


এ সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নারীবিষয়ক বিশেষ দূত মেলান ভারভিয়্যর।
ড্যান মজীনা স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে যতবার দেখেছি, প্রতিবারই মুগ্ধ হয়েছি। তবে কাপ্তাইয়ের সৌন্দর্য অতুলনীয়। পাহাড়, নদী, হ্রদ, নিবিড় বন, পাখপাখালি ভালো লেগেছে।’
মার্কিন রাষ্ট্রদূত আরও জানান, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নপুষ্ট ‘আইপ্যাক’ তিন বছর ধরে কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জলাভূমি ও বনাঞ্চল রক্ষায় বিশেষ গুরুত্ব দেন। এই পরিপ্রেক্ষিতে সমন্বিত সহ-ব্যবস্থাপনা— আইপ্যাক প্রকল্প চালু হয়েছে।
ওবামার নারীবিষয়ক দূত মেলান বলেন, ‘গ্রামীণ নারীদের তৈরি বেতের ঝুড়ি, ডালা, কুলা, মোড়া, হাতপাখা, মাছ ধরার চাঁই দেখে মুগ্ধ হয়েছি।
এ দেশের নারীদের তৈরি এসব কুটিরশিল্প সামগ্রীর কথা আমি সারা বিশ্বে প্রচার করব।’ তিনি পরিবেশবান্ধব নৌকা, পরিবেশবান্ধব চুলা বিষয়ে সবাইকে প্রশিক্ষণ দেওয়ার প্রতিও গুরুত্ব আরোপ করেন। এ সময় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সুবেদার ইসলাম, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অংসুইছিন মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাদ ছাল্লাল ও কাপ্তাই সহ-ব্যবস্থাপনা কমিটির (আইপ্যাক) সভাপতি কাজী মাকছুদুর রহমান।
ড্যান মজীনা ও মেলান ভারভিয়্যর স্থানীয় কয়েকটি বাড়ির রান্নাঘর ঘুরে দেখেন। কম জ্বালানি উপযোগী ও পরিবেশবান্ধব ‘বন্ধু চুলায়’ নারীরা রান্না করছেন দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

No comments

Powered by Blogger.