বলিউড- সুপারহিট রাজ ৩
অভিনেত্রী আমিশা প্যাটেল নাকি পরিচালক বিক্রম ভাটের সঙ্গে সম্পর্ক থাকাকালীন রীতিমতো ‘ব্ল্যাক ম্যাজিক’ নিয়ে পড়ে থাকতেন। সে সময় আমিশার জ্বলজ্বলে ক্যারিয়ার তলানিতে এসে ঠেকেছিল। যে কারিনা কাপুরকে হটিয়ে কহো না পেয়ার হ্যায়-এর নায়িকা হয়েছিলেন আমিশা, সেই কারিনা এগিয়ে গেছেন যোজন যোজন দূরে।
আমিশা ঠায় দাঁড়িয়ে শূন্য হাতে। স্টারডমের মায়া ভোলা যায় না। তাই তো পুরোনো জায়গা ফিরে পাওয়ার আশায় অশুভ শক্তির ওপর ভরসা করতেন আমিশা। তিনি সেই পথে সফল হয়েছিলেন কি না, কিংবা ব্ল্যাক ম্যাজিকের ওপর আদৌ আস্থা রাখা যায় কি না, এসব তর্কসাপেক্ষ ব্যাপার। তবে প্রযোজক মহেশ ভাট ‘খুল্লামখুল্লা’ সবাইকে জানিয়ে দিয়েছেন, রাজ ৩ ছবির কাহিনি নাকি বিক্রম-আমিশার প্রেম কাহিনি এবং আমিশার ব্ল্যাক ম্যাজিককে উপজীব্য করেই লেখা হয়েছে।
আমিশার চরিত্রে রাজ সিরিজের প্রথম পর্বের নায়িকা বিপাশা বসু অভিনয় করেছেন। একই পর্বের পরিচালক বিক্রম ভাট ফিরে এসেছেন রাজ-এর হাল ধরতে। দ্বিতীয় পর্বের এমরান হাশমি এবং নতুন অন্তর্ভুক্তি এশা গুপ্তা—এ নিয়েই রাজ ৩; মুক্তি পেয়েছে এ সপ্তাহে। মহেশ ভাটের ‘স্টান্টবাজি’তে কাজ হয়েছে। দর্শক হুমড়ি খেয়ে পড়েছে আমিশার চরিত্রকে পর্দায় দেখার জন্য। রাজ ৩ এতটাই সফল, ট্রেড বিশ্লেষকদের মতে, রাজ সিরিজের প্রথম পর্বের সর্বমোট আয়কে রাজ ৩ মাত্র তিন দিনেই ছাড়িয়ে গেছে (৩৬ কোটি দুই লাখ রুপি)। শুধু তা-ই নয়, এমরান হাশমি কিংবা বিপাশা বসুর একক কোনো চলচ্চিত্র এর আগে এতটা ভালো ওপেনিং (তিন দিনে সর্বাধিক আয়) পায়নি। এ বছর রাজ ৩ ষষ্ঠ সফল ওপেনিং (এক থা টাইগার, রাউডি রাঠোড়, অগ্নিপথ, হাউজফুল ২, বোল বচ্চন-এর পর)। এ চলচ্চিত্রর বদৌলতে বিপাশা বসু দীর্ঘদিন পর হিট ছবির দেখা পেলেন। জোড়ি ব্রেকার্স, প্লেয়ার্স, দাম মারো দাম, আক্রোশ, লামহা, পাংখ—বিপাশার ঝুলিতে গত তিন বছর কোনো হিট ছবি ছিল না। ১০ বছর আগে রাজ যেমন অভিনেত্রী বিপাশাকে প্রথম আকাশ ছোঁয়া সাফল্য এনে দিয়েছিল, রাজ ৩-ও তেমনটি করেছে। টুইটারে নিয়মিত ট্রেন্ডস হচ্ছেন বিপাশা। অনেকেরই অভিমত, রাজ ৩-এর জন্য বিপাশা পুরস্কারের যোগ্য। এ প্রসঙ্গে বিপাশার ভাষ্য, ‘আমি অভিনয়-জীবনের শুরু থেকেই উল্টো পথে হাঁটতে ভালোবেসেছি। প্রথম চলচ্চিত্র আজনাবিতে খল চরিত্রে অভিনয় করে সফল হয়েছিলাম। নতুন মুখের সব কটি পুরস্কার জিতে নিয়েছিলাম। এরপর জিসম ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করেছিলাম। চূড়ান্ত সফলতাও পেয়েছিলাম। রাজ ৩-এর চিত্রনাট্য যখন হাতে পেলাম, প্রায় সবাই নিষেধ করেছিলেন চলচ্চিত্রটি না করার জন্য। তাঁরা বলেছিলেন, এই চরিত্রে কাজ করলে ছবিতে আমার মন্দ ইমেজ দর্শকেরা সহজে ভুলতে পারবেন না। আমি অবশ্য সবার নিষেধের পরও এই চরিত্রে কাজ করার লোভ সামলাতে পারিনি। ফলাফল তো দর্শকদের আগ্রহেই দৃশ্যমান। সর্বশেষ কবে অভিনয়ের জন্য এত প্রশংসা পেয়েছিলাম, মনে নেই।’ বিপাশা বলেন, ‘এই চলচ্চিত্রে কাজ করার আগে ভাবতাম, অভিনয় করছি। করব। একদিন হয়তো অন্য পেশায় মন দেব। কিন্তু না, স্টারডম হারিয়ে গেলে কেমন লাগে—শানায়া চরিত্রে কাজ না করলে বুঝতে পারতাম না। স্বীকার করতে দ্বিধা নেই, আমার এই জনপ্রিয়তা ফিকে হয়ে যাবে একদিন। সেদিন খুব কষ্ট হবে।’
এমরান হাশমি তাঁর প্রথম চলচ্চিত্র ফুটপাথ-এ বিপাশা বসুর সঙ্গে অভিনয় করেছিলেন। তবে ভাইবোনের চরিত্রে। নয় বছর পর আবারও বিপাশার সঙ্গে কাজ করলেন। এবার নায়ক-নায়িকা চরিত্রে। এমরান বলেন, ‘আমাদের ভাইবোনের সম্পর্ক ভালো লাগেনি বলেই ফুটপাথ ফ্লপ করেছিল।’ এমরান-বন্দনায় বিপাশা এখন মহাব্যস্ত। তিনি বলেন, ‘এমরানকে সবাই “সিরিয়াল কিসার” বলেন। কিন্তু তিনি যে কত বড় মাপের অভিনেতা, এবার কাজ করতে গিয়ে বুঝেছি। তিনি শুধু নিজের অভিনয়কেই প্রাধান্য দেন না, সহ-অভিনেতা যাতে তাঁর সেরাটা দিয়ে অভিনয় করতে পারেন, সেই চেষ্টাটাও করেন। এই গুণ অনেক বড় অভিনেতার মাঝেও পাওয়া যায় না।’
এমরান থাকবেন আর সে চলচ্চিত্রে চুম্বনদৃশ্য থাকবে না, তা যেন হতেই পারে না! রাজ ৩ চলচ্চিত্রেও দুই নায়িকা বিপাশা-এশার সঙ্গে চুম্বনদৃশ্যে কাজ করেছেন এমরান। বিপাশার অবশ্য এই দৃশ্যগুলো নিয়ে বেজায় আপত্তি। তিনি বলেন, ‘আমি সবচেয়ে অস্বস্তি বোধ করি এসব দৃশ্যে কাজ করতে। আমার ঘনিষ্ঠ শয্যাদৃশ্যেও কাজ করতে আপত্তি নেই। কিন্তু চুম্বনদৃশ্য—নো নো! বাঁচনা অ্যাই হাসিনো চলচ্চিত্রে রণবীরকে চুমু না দেওয়ার জন্য এক মাস পরিচালকের সঙ্গে লড়াই করেছিলাম। অবশ্য শেষ পর্যন্ত পেরে উঠিনি। দাম মারো দাম, জোড়ি ব্রেকার্স চলচ্চিত্রে পরিচালক আমার কথা শুনেছিলেন। তবে রাজ ৩ চলচ্চিত্রের ক্ষেত্রে পরিচালককে আর “না” করার সাহস করতে পারিনি। সিরিয়াল কিসারের চলচ্চিত্রে চুম্বনদৃশ্য না থাকলে এমরানের ভক্তরা হয়তো আমাকে খুন করতেন!’
রাজ ৩ চলচ্চিত্রটি ত্রিমাত্রিক ভার্সনেও মুক্তি পেয়েছে। পরিচালক বিক্রম ভাট বলেন, ‘আমাদের কাছে রাজ ১০ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার মতোও গল্প আছে। দর্শক যত দিন পছন্দ করবে, রাজ তত দিন বলিউডে ফিরে ফিরে আসবে। যদিও বিষয়বস্তুর কারণে সংযুক্ত আরব আমিরাতে রাজ ৩ বাজেয়াপ্ত করা হয়েছে, তবে এসব বিষয় নিয়ে খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন না চলচ্চিত্রসংশ্লিষ্ট কেউ। কারণ, বক্স অফিসের ভাষায়, রাজ ৩ ইতিমধ্যেই সুপারহিট!’
রুম্মান রশীদ খান
বলিউড হাঙ্গামা, ডিজিটাল স্পাই, নিউইয়র্ক ডেইলি, হিন্দুস্তান টাইমস, রেডিফ, মিড ডে, বিজনেস অব সিনেমা ডট কম অবলম্বনে
No comments