সেলেনার গোপন প্রেম !
নিজের গোপন প্রেম নিয়ে মুখ খুললেন সেলেনা গোমেজ; জানালেন এ প্রেমের কারণে তার এক বছর নষ্ট হওয়ার কথাও। সাবেক প্রেমিকের পিছনে ছুটে পুরো একটা বছর নষ্টই করেছেন সেলেনা গোমেজ। তবে জাস্টিন বিবারের বর্তমান এই প্রেমিকা ঠিক কার পিছনে ওই এক বছর নষ্ট করেছেন তা জানা না গেলেও নিন্দুকদের ধারণা ব্যক্তিটি টেইলর লাটনার বা নিক জোনাস ছিলেন। ১৯ বছর বয়সী এই পপ তারকা বর্তমান চুটিয়ে প্রেম করছেন জাস্টিন বিবারের সঙ্গে। বিবারের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়েই নাকি এতোদিন নিজের ওই সম্পর্কের কথা সংবাদ মাধ্যম থেকে লুকিয়ে রেখেছিলেন তিনি। আর ওই সম্পর্ক নতুন করে জল ঘোলা হোক এটাও চাননি তিনি। ‘এটা ছিল আমার জীবনের সম্পূর্ণ অপচয়ের একটি বছর’- নিজের গাপন ওই প্রেমের সময়কার কথা সম্পর্কে এমনটাই জানিয়েছেন সেলেনা। এ বিষয়ে তিনি আরও বলেন, আমার আগে একটি সম্পর্ক ছিল; এবং সেটা আমার পছন্দে ছিল না। এ কারণেই এর সবকিছু আমি গোপন করেছিলাম।
No comments