সোমালিয়ায় দুর্ভিক্ষের অবসান হয়েছে: জাতিসংঘ
যুদ্ধ-বিধ্বস্ত সোমালিয়ায় দুর্ভিক্ষের অবসান হয়েছে। দীর্ঘ ৬ মাসের খরা ও দুর্ভিক্ষ কাটিয়ে উঠেছে দেশটি বলে জাতিসংঘের নতুন এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ বলেছে, ভাল ফসল উৎপাদন ও সময়োপযোগী মানবিক সহায়তায় এ অর্জন সম্ভব হয়েছে। তবে সোমালিয়ায় নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী বলেছেন, সোমালিয়ার পরিস্থিতি এখনও গুরুতর। সোমালিয়া ফুড সিকিউরিটি নিউট্রিশন অ্যানালাইসিস ইউনিটের এক পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটির মোট জনসংখ্যার ৩ ভাগের ১ ভাগ অর্থাৎ ২০ লাখেরও বেশি মানুষ এখনও দুর্ভিক্ষের কষাঘাতে জর্জরিত। তাদেরকে বাঁচাতে জরুরি ত্রাণ সহযোগিতা অপরিহার্য বলে এতে উল্লেখ করা হয়। সোমালিয়ায় ২০ বছরেরও বেশি সময় ধরে কোন কার্যকর কেন্দ্রীয় সরকার-ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। আর একটানা চলতে থাকা লড়াই-সংঘাতে বিপর্যস্ত দেশটি।
No comments