গাজায় জাতিসংঘ মহাসচিবের গাড়িবহর লক্ষ্য করে জুতাবর্ষণ
জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে বহনকারী গাড়ি বহরকে লক্ষ্য করে জুতা ও কাঠের টুকরো ছুঁড়ে মেরেছে ফিলিস্তিনের বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে অনলাইন নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল ইসরাইল থেকে গাজা ভূখণ্ডে প্রবেশের সময় সেখানে উপস্থিত জনতা বিক্ষোভে ফেটে পড়ে। প্রায় ১শ’ নারী-পুরুষ একটি বাসে করে গাজার চেকপোস্টের কাছে সমবেত হন। তারা মুনের গাড়িবহরের সামনে দাঁড়িয়ে গতিরোধ করেন। অভিযোগে তারা বলেছেন, তাদের স্বজনরা ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দি। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গাজায় তৃতীয় দফায় সফরের সময় জাতিসংঘের মহাসচিব তাদের সঙ্গে সাক্ষাতের কোন পরিকল্পনা করেননি। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে ৪-৫ যুবক মুনের গাড়ি বহরে জুতা ছুঁড়তে থাকে। মহিলারা তাদের হাতে থাকা ব্যানারের কাঠের টুকরো খুলে, তা ছুঁড়ে মারেন। অবশ্য, এর পরপরই সেখানে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা ঘটনা নিয়ন্ত্রণে আনেন। ইসরাইলের প্রতি বান কি মুন দুর্বল বলে মনে করেন তারা। আর মুনের পক্ষপাতমূলক আচরণের জন্যই এ বিক্ষোভ করছেন বলে জানালেন এক বিক্ষোভকারী। ফিলিস্তিনের রকেট হামলায় পার্শ্ববর্তী ইসরাইলের ক্ষতিগ্রস্ত একটি শহর পরিদর্শনেও গেছেন মুন। কিন্তু, বিক্ষোভকারীদের দাবি, তাদের যন্ত্রণার কথা শুনতে চান না তিনি।
No comments