দিপীকা-সিদ্ধার্থের সম্পর্ক শেষ
বলিউড অভিনেত্রী দিপীকা পাডুকোন এবং মাল্টি-মিলিওনিয়ার বিজয় মালেয়ার পুত্র সিদ্ধার্থের ‘অন-অফ’ সম্পর্কের ‘গেম ওভার’ হয়ে গেল। এই খেলার শেষ ঘোষণাটি করলেন খোদ দিপীকা পাডুকোন। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল দিপীকা আর সিদ্ধার্থের মধ্যে কিছু একটা হয়েছে। তারা আগের মতো আর বেড়াতে যায় না, পার্টি করে না এমনকি ফোনেও কথা বলে না। মাসখানেক এই ভাঙনের সুর বাজার পর অবশেষে গত রাতে দিপীকা তার টুইটার ওয়ালে লেখেন, গেম ওভার। যার মধ্য দিয়ে স্পষ্টভাবেই বোঝা যায় যে, আর নেই দিপীকা-সিদ্ধার্থ এক সঙ্গে। এর আগে সিদ্ধার্থও তার টুইটার অ্যাকাউন্ট থেকে দিপীকার সঙ্গে তারা মনোমালিন্যের কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, পরিবারের চেয়ে আপন আর কিছু হয় না। আজকে বুঝতে পারছি কারা আসলেই আমাকে ভালবাসে, আর কারা ভালবাসে না। সিদ্ধার্থ এই টুইটটি দিপীকার জন্মদিনের ঠিক কয়েকদিন পরেই করেছিলেন। যখন সিদ্ধার্থ একটি ম্যারাথন রেসে যোগ দেন, আর দিপীকা দেশের বাইরে জন্মদিনের পার্টি নিয়ে ব্যস্ত থাকেন। সে সময় দিপীকাকে রেসের ময়দানে পাশে না পেয়ে সিদ্ধার্থ অনেক কষ্ট পেয়েছিলেন বলে সিদ্ধার্থের বন্ধু মহল থেকে জানা গেছে। এজন্য দিপীকার ডাকা পার্টিতেও পরে আর সিদ্ধার্থকে দেখা যায়নি। এদিকে দিপীকা-সিদ্ধার্থের এই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হিসেবে তাদের বন্ধুরা জানান, সমপ্রতি দিপীকা তার পুরানো প্রেমিক রণবীরের সঙ্গে আবারও মেলামেশা শুরু করেছেন, যা সিদ্ধার্থের ভাল লাগেনি।
No comments