বিদ্যার না-এ কপাল খুলছে কঙ্গনার
বিদ্যার না-এ কপাল খুলছে কঙ্গনার। সঞ্জয় গুপ্তর প্রেমের ছবি ‘শুট আউট অ্যাট ওয়াডালা’-তে অভিনয়ের কথা থাকলেও জন আব্রাহামের বিপরীতে কাজ করার আগ্রহ নেই বলেই জানিয়েছেন বিদ্যা। সেই সুবাদে কপাল খুলছে কঙ্গনার। শেষ সময়ে এসে তাকে ধরলেন প্রযোজক একতা কাপুর। ‘ডার্টি পিকচার’র সাফল্যের পর একতা কাপুর বিদ্যাকে নিয়ে ১৯৮১ সালে আন্ডারওয়ার্ল্ডের ডন মানিয়া সুরভির মৃত্যুর বিষয়টি নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন। যেখানে তিনি বিদ্যাকে নিতে চেয়েছিলেন জন আব্রাহামের বিপরীতে। কিন্তু এখন একতাকে নতুন অভিনেত্রী খুঁজতে হচ্ছে। এ বিষয়ে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিদ্যা সম্ভবত জনের সঙ্গে কাজ করতে আগ্রহী নন। সেই সুবাদেই কঙ্গনার হাতে সুযোগটি এসেছে। উল্লেখ্য, কঙ্গনা এর আগে একতা কাপুর প্রযোজিত ‘ওয়ান’স আপন টাইম ইন মুম্বই’ ছবিতে অভিনয় করেছিলেন। পুরস্কার পাওয়া অভিনেত্রী বিদ্যার পরিবর্তে কঙ্গনা আসায় পরিচালক সঞ্জয়কে বিচলিত দেখা যায়নি। এ বিষয়ে তার মন্তব্য, এই ছবিতে কঙ্গনাকে দুই রকমের চরিত্র ফুটিয়ে তুলতে হবে।
No comments