অ্যান্টার্কটিকায় এলিয়েন!
আবারও
ভিনগ্রহীদের মহাকাশযান (ইউএফও) দেখা গেছে! সম্প্রতি গুগল আর্থে ধরা পড়া
একটি ইউএফও ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত
প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গুগল আর্থে অ্যান্টার্কটিকায় একটি অজানা
বস্তুর দেখা মিলেছে।
একেই বলা হচ্ছে ভিনগ্রহীদের মহাকাশযান। যেটা নিয়ন্ত্রণ
হারিয়ে ভেঙে পড়েছে নির্জন তুষারের বুকে। অ্যান্টার্কটিকার দক্ষিণ জর্জিয়া
দ্বীপাঞ্চলে এ দৃশ্য ধরা পড়েছে। সেখানে অল্প কিছু মানুষ বসবাস করেন। এরই
মধ্যে ছবিটিকে নিয়ে হইচই শুরু হয়ে গেছে। তবে ‘ভিগ্রহীদের যান’ তত্ত্ব
সম্পর্কে দ্বিমত রয়েছে অনেকের। তাদের মতে, ওটা বরফের শরীর ভেদ করে উঠে আসা
পাথরের চাঁই হতে পারে। দূর থেকে সেটাকেই ইউএফও বলে মনে হচ্ছে।
No comments