ট্রাম্পের শুল্ক নিয়ে ‘চরম উদ্বিগ্ন’ রিপাবলিকানরা
যুক্তরাষ্ট্রের
ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা চরম উদ্বিগ্ন। তাঁদের উদ্বেগ
ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে
আরোপিত শুল্ক নিয়ে। দলের শীর্ষ নেতা ও হাউসের স্পিকার পল রায়ান বলেন,
সম্ভাব্য এই বাণিজ্য যুদ্ধ নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন।
এতে বরং অর্থনীতি
ক্ষতিগ্রস্তই হবে। সম্প্রতি ইস্পাতের ওপর ২৫ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০
শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেশে এবং দেশের
বাইরে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রে প্রধান ইস্পাত
রপ্তানিকারক দেশ কানাডা এ সিদ্ধান্তের বিরোধিতা করে। এর ফলে ট্রাম্প
বাণিজ্য যুদ্ধ শুরু করছেন বলেও জানায় কানাডা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল
(আইএমএফ) এবং বিশ্ব বাণিজ্য সংস্থাও (ডব্লিউটি) ট্রাম্পের এ সিদ্ধান্তের
সমালোচনা করেছে। এতে অর্থনীতির ক্ষতি হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুমকি
দিয়েছে চীন। ট্রাম্প তাঁর সিদ্ধান্তে অনড়। গতকাল সোমবার হোয়াইট হাউসে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর শুল্ক
আরোপের সিদ্ধান্ত কার্যকর করার বিষয়ে তাঁর সংকল্পের কথা আবারও জানান
ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত থেকে ফিরছি না। এতে বাণিজ্য যুদ্ধের
সৃষ্টি হবে না।’ এরপর পল রায়ান এক বিবৃতিতে সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য
হোয়াইট হাউসের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘বাণিজ্য যুদ্ধের ফলাফল নিয়ে
আমরা খুবই উদ্বিগ্ন। এই পরিকল্পনা থেকে সরে আসার জন্য আমি হোয়াইট হাউসের
প্রতি আহ্বান জানাই।’ পল রায়ান বলেন, ‘নতুন কর আইনের ফলে অর্থনীতিতে নতুন
গতির সঞ্চার হয়েছে। শুল্ক আরোপের ফলে আমরা সেই লাভ হারাতে দিতে পারি না।’
No comments