পর্নো তারকার সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক এবং...
পর্নো
তারকা স্টর্মি ডানিয়েলসকে নিয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। নির্বাচনের আগে
তার সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড
ট্রাম্প। কিন্তু ওই পর্নো তারকা যাতে মুখ না খোলেন সেজন্য নিজের আইনজীবী
মাইকেল কোহেনের মাধ্যমে তাকে পরিশোধ করেছিলেন এক লাখ ৩০ হাজার ডলার। এসব
তথ্য নিয়ে ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে নানা আলোচনা। সেই
আইনজীবী মাইকেল কোহেন প্রথম দিকে এসব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন।
কিন্তু সম্প্রতি তিনি ঘনিষ্ঠ বন্ধুদের কাছে স্বীকার করেছেন অর্থ পরিশোধের
বিষয়টি। তাদেরকে তিনি বলেছেন, পর্নো তারকা স্টর্মি ডানিয়েলসকে তিনিই
ব্যাংক মারফর ওই অর্থ পাঠিয়েছিলেন। কিন্তু সেই অর্থ তাকে পরিশোধে
প্রেসিডেন্ট ট্রাম্প গড়িমসি করেছেন। কিভাবে ওই অর্থ হাতবদল হয়েছিল ২০১৬
সালের অক্টোবরে সে বিষয়ে সোমবার রিপোর্ট প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট
জার্নাল। স্টর্মি ডানিয়েলসকে ট্রাম্পের আইনজীবী কোহেন ব্যাংক ব্যবহার করে
ওই অর্থ পরিশোধ করেছিলেন। এরপর ডানিয়েলস চুপ মেরে যান। ফলে ওই অর্থের
হাতবদল নিয়ে সংশয় দেখা দেয় বলে রিপোর্ট করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওই
অর্থ যে ব্যাংকে পাঠানো হয়েছিল এক বছর পরে তা খতিয়ে দেখছে ব্যাংকটি। ওই
পর্নো তারকাকে নিজের তহবিল থেকে যে অর্থ দিয়েছিলেন মাইকেল কোহেন তা বুঝিয়ে
দেয়ার জন্য দু’দফা ডেডলাইন মিস করেন ট্রাম্প। ওই সময় নির্বাচন নিয়ে
ট্রাম্প এতটাই ব্যস্ত ছিলেন যে, তার নাগাল পাওয়া কঠিন ছিল মাইকেল কোহেনের
জন্য। অবশেষে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১২ দিন আগে ২৭ শে অক্টোবর তিনি
অর্থ বুঝে পান। এসব কথা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন একটি সূত্র। ওই
সূত্র আরো বলেছেন, অর্থ দেয়ার পর স্টর্মি ডানিয়েলসের প্রতিনিধিকে দূরে চলে
যেতে হুমকি দেয়া হয়। ওদিকে এসব নিয়ে যখন ডিসেম্বরে খবর ছড়িয়ে পড়ে তখন
মাইকেল কোহেন ও হোয়াইট হাউজের প্রতিনিধিরা ট্রাম্প ও ডানিয়েলসের মধ্যে যৌন
সম্পর্কের কথা অস্বীকার করেন। তবে সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হোয়াইট
হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবে স্যান্ডার্সকে প্রথম সরাসরি,
প্রকাশ্যে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। একজন সাংবাদিক এ ইস্যু তুলে
ধরতে স্টর্মি ডানিয়েলসের প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড ব্যবহার করেন। ওই
সাংবাদিক জানতে চান, (পর্নো তারকাকে দেয়া) ওই অর্থ পরিশোধের বিষয়ে তখনকার
প্রেসিডেন্ট পদে প্রার্থী ট্রাম্প জানতেন কিনা। এর জবাবে সারাহ স্যান্ডার্স
বলেন, আমি এ বিষয়টি সম্পর্কে অবগত নই। এ বিষয়ে জানতে আমি আপনাকে মাইকেলের
সঙ্গে যোগাযোগ করতে বলবো। উল্লেখ্য, মাইকেল বলতে তিনি ট্রাম্পের আইনজীবী
মাইকেল কোহেনের কথা উল্লেখ করেছেন এবং বলটি ঠেলে দিয়েছেন তার কাছে। ওদিকে
গত মাসে মাইকেল কোহেন বলেছেন, তিনি নিজের পকেট থেকে ওই এক লাখ ৩০ হাজার
ডলার পরিশোধ করেছিলেন ডানিয়েলসকে।
No comments