মানুষ নাকি নরপিশাচ!
কিছু
মানুষের নৈতিকতা দিনের পর দিন পশুর চেয়েও নিচে নেমে যাচ্ছে। কখনো কখনো তা
পিশাচের রূপ ধারণ করছে। এমনই ভয়াবহ সব নৈতিক বিপর্যয়ের খবর আসছে অহরহ। এমনই
এক আচরণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত মঙ্গলবার এক জাস্টিন বান (৩৯)
নামে এক পিতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নরপিশাচ সর্বোচ্চ নিকৃষ্টতম
অবস্থানে নেমে গিয়ে, মানবতার সবটুকু গুনকে বিসর্জন দিয়ে নিজের ১৯ বছর বয়সী
মেয়ে টেলর বান-এর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। বাড়ির পিছনে তাদেরকে
হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে প্রতিবেশীরা। নর্থওয়েস্ট ফ্লোরিডা ডেইলি
নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট। এতে বলা হয়,
প্রত্যক্ষদর্শীরা তাদেরকে হাতেনাতে ধরে পানামা সিটি পুলিশের হাতে তুলে
দিয়েছে। পারস্পরিক সম্মতিতে এমন সম্পর্কের কথা পুলিশের কাছে স্বীকার করেছে
তারা দু’জনেই। পরের দিন বুধবার তাদেরকে আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক
তাদেরকে একজন থেকে আরেকজনকে আলাদা রাখার নির্দেশ দেন। জাস্টিনের জন্য
জামিনের অর্থ বিচারক নির্ধারণ করেছেন ৫০০০ ডলার। টেলরের জামিনের জন্য
নির্ধারণ করা হয়েছে ১০০০ ডলার।
No comments