পর্নো আসক্ত ছেলের হাত কাটায় বাবা গ্রেফতার
মোবাইল
ফোনে পর্নোগ্রাফি দেখায় ১৮ বছরের এক তরুণের হাত কেটে দিয়েছেন তার
বিক্ষুব্ধ বাবা। এ ঘটনায় মুহম্মদ কাইয়ুম কুরাইশি (৪৩) নামের ওই বাবাকে
গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ছেলে খালেদ কুরাইশিকে হাসপাতালে ভর্তি করা
হয়েছে। ভারতের তেলঙ্গানার সাইবারাবাদের পাহাড়ি শরিফ থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পেশায় ক্যাবল অপারেটর খালেদ সম্প্রতি একটি স্মার্টফোন কেনেন।
এতে তিনি গভীর রাত পর্যন্ত পর্নোগ্রাফি দেখতেন। বিষয়টি নজরে এলে তাকে বার
বার বারণ করেন বাবা কাইয়ুম। কিন্তু বারণ সত্ত্বেও ছেলে পর্নো আসক্তি
ছাড়েনি। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই ছিল। এরমধ্যে শনিবার বাবার সঙ্গে
ছেলের তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে বাবার হাত কামড়ে খালেদ বাড়ি থেকে বেরিয়ে
যায়। পরে গভীর রাতে বাড়ি ফিরে আসে। সোমবার নিজের ঘরে ঘুমাচ্ছিল খালেদ। ওই
সময় বাড়িতে আর কেউ ছিল না। তখন ঘুমন্ত ছেলের হাতে চাপাতি দিয়ে কোপ দেন
কাইয়ুম। পরে গুরুতর জখম অবস্থায় খালেদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ডান
হাত জোড়া লাগার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে পুলিশ। পাহাড়ি শরিফ থানার
ইন্সপেক্টর পি লক্ষ্মীকান্ত রেড্ডি বলেন, এ ঘটনায় খালেদ ও তার মায়ের
জবানবন্দি নেয়া হয়েছে। এর ভিত্তিতে খালেদের বাবাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বাবা কাইয়ুমের বিরুদ্ধে ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা
দায়ের করা হয়েছে। আদালত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
No comments