নতুন ইতিহাস গড়তে যাচ্ছে দুই কোরিয়া
দক্ষিণ
কোরিয়ার সাথে নতুন ইতিহাস লিখতে চায় উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ে দুই দেশের
ঊর্ধ্বতন নেতাদের মধ্যে প্রায় চার ঘণ্টাব্যাপী এক বৈঠকের পর মঙ্গলবার
নিজেদের এমন মনোভাব ব্যক্ত করেন কিম জং উন। কিম জং উনের সঙ্গে দক্ষিণ
কোরিয়ার কর্মকর্তাদের নৈশভোজ-বৈঠকের ছবি ও বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত
করেছে।
সোমবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন- কিমের স্ত্রী রি সোল জু, তার বোন
কিম ইয়ো জং এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা প্রধান চুং ইউই ইয়ং। দক্ষিণ
কোরিয়ার প্রতিনিধি দলটি দেশটির প্রেসিডেন্ট মুন জ্য ইন-এর একটি ব্যক্তিগত
চিঠি কিমের কাছে হস্তান্তর করেছে।এই বৈঠকের মাধ্যমে উত্তর কোরিয়া এবং
দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের ফলে কোরীয় দ্বীপে শান্তি নিশ্চিত
হবে বলে আশা প্রকাশ করা হয়।
সূত্র : সিএনএন, টাইম, দ্য গার্ডিয়ান ও কেসিএনএ
সূত্র : সিএনএন, টাইম, দ্য গার্ডিয়ান ও কেসিএনএ
No comments