মিয়ানমার সেনাবাহিনীকে আইন শেখাবে অস্ট্রেলিয়া!
রোহিঙ্গা
জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধনে অভিযুক্ত মিয়ানমার সামরিক বাহিনীর সদস্যদের
ইংরেজি ভাষা শেখানো, বিভিন্ন কর্মসূচি ও প্রশিক্ষণ দিবে অস্ট্রেলিয়া। এজন্য
২০১৭-১৮ অর্থবছরে প্রায় ৪ লাখ মার্কিন ডলার খরচের পরিকল্পনা করেছে দেশটি।
মিয়ানমার সেনাবাহিনীকে আধুনিক, পেশাদার প্রতিরক্ষা বাহিনীতে পরিণত করার
লক্ষ্যে এসব করা হচ্ছে। এর মধ্যে আন্তর্জাতিক আইন মেনে চলার গুরুত্ব
সম্পর্কে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণে মিয়ানমার
সেনাবাহিনীকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব সম্পর্কে
সচেতন করার চেষ্টা করা হবে। ২০১৭-১৮ অর্থবছরে মিয়ানমার সামরিক বাহিনীকে
ইংরেজি শেখানো ও থাইল্যান্ডে বহুজাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য ৩ লাখ
৯৮ হাজার মার্কিন ডলার খরচ করবে প্রতিরক্ষা বিভাগ। সহিংসতার অভিযোগে
অস্ট্রেলিয়ার মিত্র দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও
ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
যুক্তরাষ্ট্র ও কানাডা মিয়ানমারের সামরিক নেতৃবৃন্দের ওপর নিষেধাজ্ঞাও আরোপ
করেছে। তবে সম্প্রতি মিয়ানমার রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান ও উত্তর
কোরিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে।
No comments