পেঙ্গুইন কলোনি!
অ্যান্টার্কটিকা
মহাদেশের মূল ভূখণ্ডের উত্তরসীমায় অবস্থিত অ্যান্টার্কটিক পেনিনসুলার
ড্যাঙ্গার আইল্যান্ডসে ১৫ লক্ষেরও বেশি পেঙ্গুইন নিশ্চিন্তে বসবাস করছে।
বিজ্ঞানীরা মনে করছেন, এই উপদ্বীপের জায়গাটি বহু বছর ধরেই প্রত্যন্ত।
মানুষের পা পড়েনি।
২০১৫ সালের ডিসেম্বরে একদল অভিযাত্রী দেখেন, কয়েকশো
পাখি পাথুরে মাটিতে বসে আছে। তারপরেই শুরু হয় খোঁজ। ড্রোনেই ধরা পড়ে
পেঙ্গুইনদের অবাক করা বসতি। বিজ্ঞানীরা ওই এলাকার নাম দিয়েছেন সুপারকলোনি।
No comments