সিরিয়ায় আরো ত্রাণ প্রবেশের সুযোগের আহ্বান জাতিসঙ্ঘ মহাসচিবের
জাতিসঙ্ঘ
মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সিরিয়ায় অবিলম্বে আরো ত্রাণবাহী গাড়ি বহর
প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। পূর্ব গৌতায় বিমান হামলার কারণে
ত্রাণ সরবরাহ ব্যাহত হওয়ার একদিন পর তিনি এমন আহবান জানালেন। খবর এএফপি’র।
জাতিসঙ্ঘের এক বিবৃতিতে বলা হয়, গুতেরেস ‘সিরীয় কর্তৃপক্ষের সম্মতি
অনুযায়ী’ যুদ্ধরত সব পক্ষের প্রতি বৃহস্পতিবার পূর্ব গৌতার প্রধান শহর
দৌমায় পুরোপুরিভাবে মানবিক ত্রাণ সামগ্রী প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান
জানিয়েছেন। এদিকে সোমবার বিমান হামলা ও গোলা বর্ষণ অব্যাহত থাকায়
নিরাপত্তাজনিত কারণে ত্রাণকর্মীদেরকে ৪৬টি ট্রাকের মধ্যে ৩২টি ট্রাকের
ত্রাণ সামগ্রী সরবরাহ করার পর ফিরে আসতে হয়েছে।
No comments