বার্তা পৌঁছাল ১৩২ বছর পর!
বোতলের
ভেতরে রাখা বার্তা সমুদ্রে ভাসতে
তীরে এসে পৌঁছেছে এরকম নাটকীয় ঘটনা আমরা সিনেমা গল্প উপন্যাসে পেয়ে থাকি।
বাস্তবেও এরকম ঘটনার কথা মাঝে মধ্যে শোনা যায়। কিন্তু অস্ট্রেলিয়ার
পশ্চিমাঞ্চলে সমুদ্র সৈকতে এখন বার্তাবাহী এমন একটি বোতল উদ্ধার করা
হয়েছে, যা এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে পুরনো বলে ধারণা করা হচ্ছে। এই
বোতলের ভেতরে জার্মান ভাষায় লেখা কিছু বার্তা গুটিয়ে ভাঁজ করে ভরে দেয়া
হয়েছে। ওই কাগজে সাল তারিখ হিসেবে ১৮৮৬ সালের কথা লেখা রয়েছে। ধারণা করা
হচ্ছে, বোতলটি জার্মানির একটি জাহাজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল ভারত
মহাসাগরে। এবং সামুদ্রিক স্রোতের গতিপথের উপর পরীক্ষা চালানোর জন্যে এ
বোতলটি নিক্ষেপ করা হয়েছিল। টনিয়া ইলম্যান নামে যে নারী বোতলটি প্রথম
দেখতে পান তিনি মনে করেছিলেন বিষয়টি সত্য ঘটনা নয়। কেউ হয়তো মজা করার
জন্যে এরকম একটা ঘটনা তৈরি করেছে। কিন্তু পরে অস্ট্রেলিয়ার একটি জাদুঘর
বোতলের ভেতরের বার্তাটির সত্যতা নিশ্চিত করেছে। পার্থ শহরের একটি পরিবার এই
বোতলটি সমুদ্র সৈকতে কুড়িয়ে পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, ১৩২ বছর আগে
বোতলটি সমুদ্রে ছুঁড়ে ফেলা হয়েছিল। টনিয়া ইলম্যানের স্বামী কিম ইলম্যান
বিবিসিকে বলেছেন, বোতলের ভেতরে তারা কিছু কাগজ দেখতে পান কিন্তু সেগুলো যে
কী সেবিষয়ে তাদের কোন ধারণা ছিল না। তারা সেটি বাড়িতে নিয়ে যান এবং
ওভেনের ভেতরে ঢুকিয়ে ভালো করে শুকিয়ে নেন। দেখতে পান, বোতলের ভেতরে রাখা
কাগজে লেখা রয়েছে ১২ জুন ১৮৮৬। বলা হচ্ছে, জার্মান ন্যাভাল অবজারভেটরি
থেকে এ বোতলটি সমুদ্রে ফেলা হয়েছিল জাহাজের রুট সম্পর্কে কিছু ধারণা
পাওয়ার জন্যে। এর আগে এরকম বোতলের ভেতরে সবচেয়ে পুরনো যে বার্তা পাওয়া
গিয়েছিল সেটি ছিল ১০৮ বছরের পুরনো। টনিয়া ইলম্যান বোতলটি কুড়িয়ে
পাওয়ার পর ভেবেছিলেন এটিকে তিনি তার বুক শেল্ফে সাজিয়ে রাখবেন। কিন্তু
পরে তিনি দেখতে পান এর ভেতরে কিছু একটা লেখা। সেখানে উল্লেখ করা আছে কেউ
যদি এ বোতলটি কুড়িয়ে পান তাহলে জার্মান কনস্যুলেটের সাথে যোগাযোগ করুন।
সেখানে জাহাজের নামও উল্লেখ রয়েছে- পাওলা। তখন তাদের সন্দেহ হয় যে এটা
গুরুত্বপূর্ণ কিছু হতে পারে। তারা অনলাইনে বোতলটি নিয়ে গবেষণা করেন এবং এক
পর্যায়ে যোগাযোগ করেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়ামের বিশেষজ্ঞদের
সাথে। ওই জাদুঘরের সহকারি কিউরেটর রস এন্ডার্সন জার্মানি ও
নেদারল্যান্ডসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বার্তাটির সত্যতা নিশ্চিত
করেন। তিনি বলেন, "আশ্চর্যজনক হলেও, জার্মানির আর্কাইভে খোঁজ নিয়ে পাওলা
জাহাজের সন্ধান পাওয়া গেছে। সেখানে ১৮৮৬ সালের ১২ জুনের কথাও উল্লেখ আছে।
তাতে নাবিক মন্তব্য লিখে রেখেছেন যে, এরকম একটি বোতল জাহাজ থেকে সমুদ্রে
ছুঁড়ে ফেলা হয়েছে। এসব দিন তারিখ মিলিয়ে বার্তাটির সত্যতা সম্পর্কে
নিশ্চিত হওয়া যায়।" তিনি বলছেন, ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব এলাকায় এটি
ছুঁড়ে ফেলা হয়েছিল এবং সম্ভবত ১২ মাস ধরে সমুদ্রে ভাসতে ভাসতে
অস্ট্রেলিয়ান পশ্চিম তীরে এসে পৌঁছায়। তারপর বোতলটি বালির নিচে চাপা পড়ে
গিয়েছিল। বোতলটি এখন দর্শনার্থীদের জন্যে জাদুঘরে রেখে দেয়া হয়েছে।
ইলম্যান পরিবারটি বলছে, এ বোতলটি পাওয়ার ঘটনা তাদের জীবনের সবচেয়ে
নাটকীয় এক বিষয়।
বলা হচ্ছে, ৬৯ বছর ধরে চালানো জার্মানির এই পরীক্ষার সময় ৬৬২টি
বার্তাবাহী বোতল সমুদ্রে ছুঁড়ে ফেলা হয়েছিল এবং তার মধ্যে এখনও পর্যন্ত
একটি বোতলও ফিরে আসেনি। এ ধরনের নোট লেখা শেষ বোতলটি পাওয়া গিয়েছিলো ১৯৩৪
সালে, ডেনমার্কে।
No comments