টেনিস তারকার সঙ্গে দীপিকার গোপন অভিসার ফাঁস!
বিশ্ব
নন্দিত টেনিস তারকা নোভাক জোকোভিচের সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে দীপিকা
পাড়–কোনের। গতকাল রাত থেকে এমন একটি সংবাদ চাউর হয়েছে বলিউড পাড়ায়। দু-একটি
শীর্ষ সংবাদমাধ্যমও বিষয়টি ফলাও করে প্রচার করছে। বিষয়টি অবাক করার মতো
হলেও সত্যি। কারণ অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার প্রেমের বিষয়টি সবারই
জানা। এই নিয়ে কম মাতামাতি হয়নি। কিন্তু হঠাৎ করে টেনিস তারকা নোভাকের
সঙ্গে কিভাবে দীপিকার গোপন অভিসারের বিষয়টি ফাঁস হলো! এর আগে বেশ কয়েকবারই
নোভাকের সঙ্গে দেখা গেছে দীপিকাকে। এমনকি তার খেলার সময়ও একাধিকবার
দীপিকাকে হাজির হতে দেখা গেছে। সম্প্রতি নোভাকের সাবেক প্রেমিকা ও পপস্টার
নাতাশা বেকভেলিক একটি সাক্ষাৎকারে দীপিকা-নোভাকের গোপন সম্পর্কের বিষয়টি
প্রকাশ করেন। তিনি বলেন, দীপিকার সঙ্গে ডেটিং করে বেশ আনন্দে আছেন নোভাক।
তিনি আরো জানান, গত বছরের মার্চ থেকে তাদের সম্পর্ক চলে আসছে। লস
অ্যাঞ্জেলেসের একটি রেস্টুরেন্টেও তাদের খোলামেলা ডেটিং করতে দেখা গেছে।
সুতরাং আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না।
No comments