গাজীপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাজীপুরে হযরত আলী (৬৫) নামে এক অটোটেম্পু গ্যারেজ মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ওই গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হযরত আলী সিটি কর্পোরেশনের ইটাহাটা কলাবাগান এলাকার মৃত তাসান উল্লাহর ছেলে। জয়দেবপুর থানার এসআই আল আমিন জানান, গ্যারেজটির মালিক হযরত আলী নিজেই দুইজন কর্মচারি নিয়ে পরিচালনা করতেন। রোববার দিবাগত রাত ১টার দিকে হযরত আলী গ্যারেজের টিনের ছাপড়া ঘরে ঘুমিয়ে পড়েন। তার কর্মচারী সজিব ও রায়হান পাশে চাকা মেরামতের দোকানে ঘুমাতে যায়। সোমবার সকাল ৮টার দিকে আলম নামের এক চালক গ্যারেজে থাকা তার বেবি ট্যাক্সিটি নিতে গেলে হযরত আলীকে গ্যারেজের সামনে ধর্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তিনি আরো জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। নিহতের ভাই ওসমান আলী জানান, হযরত আলীর কোনো শত্রু ছিল না এবং পারিবারিকভাবেও কারো সঙ্গে কোনো ঝগড়া-বিবাদ হয়নি। তিনি সহজ সরল জীবনযাপন করতেন।
No comments