ব্যবসায়ীকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা
লক্ষ্মীপুরের রায়পুরে নূরনবী (৩৮) নামের এক ডেকোরেটর ব্যাবসায়ীকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে শহরের মোহাম্মদীয়া হোটেল সংলগ্ন আমিন কমপ্লেক্সের মালিকের ভাড়া বাসা থেকে পুলিশ ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। নিহত নূরনবী ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের আমিন উদ্দীন তফাদার বাড়ির মৃত ইউনুস মিয়ার ছেলে। লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় ব্যাসায়ীরা জানান, নূরনবী প্রায় ১৫ বছর ধরে ডেকোরেটর ব্যবসা করছেন। প্রায় দিন তিনি সেখানেই রাত যাপন করতেন। রোববার রাতেও তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। সোমবার সকালে দোকান বন্ধ পেয়ে কর্মচারিরা ডাকাডাকি করে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ব্যবসায়ীর হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ নিহত নূরনবীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, নিহত নূরনবীর লাশ তার ডেকোরেটর রুম থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যাবস্থা নেয়া হচ্ছে।
No comments