ট্রাম্পের রুশ সংযোগের নতুন তথ্য ফাঁস
ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার পর তারই পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, জামাতা জারেদ কুশনার এবং নির্বাচনী প্রচারণা চেয়ারম্যান পল মানাফোর্ট রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে বৈঠক করেছিলেন। শনিবার নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে তা প্রকাশ পেয়েছে। প্রেসিডেন্টের ঘনিষ্ট দুই সহযোগীর সঙ্গে ক্রেমলিনের ঘনিষ্ট আইনবজীবী নাতালিয়া ভ্যাসেলনিতকায়ার মধ্যে এ বৈঠক এর আগে গোপন ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে ২০১৬ সালের ৯ জুন তারা প্রথম বৈঠক করেন। এক বিবৃতিতে ট্রাম্প জুনিয়র এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।’ বৈঠকটির মূল বিষয় ছিল রুশ শিশুদের মার্কিন নাগরিক কর্তৃক দত্তক নেয়া। বৈঠকে মার্কিন নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।
No comments