কেরানীগঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে গুলি
চাঁদা না দেয়ায় কেরানীগঞ্জে শাহ আলম (৬৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে সন্ত্রাসীরা। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শাহ আলম ইট বালুর ব্যবসায়ী এবং শুভাঢ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত নাজিম উদ্দিনের বড় ভাই। চাঁদা না দেয়ায় সন্ত্রাসী লেংড়া আমির তাকে গুলি করেছে বলে দাবি করেছেন শাহ আলমের স্বজনরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম জানান, হাসনাবাদ এলাকায় শাহ আলমের বাড়ি। তিনি ইট বালুর ব্যবসা করেন। বাড়ির পাশেই তার ইট বালুর গদি রয়েছে। রাত সাড়ে ৯টার দিকে গদি থেকে বাসায় ফেরার জন্য নিজের গাড়িতে উঠেন। এসময় একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে গাড়ির গতিরোধ করে। এরপর শাহ আলমকে লক্ষ্য করে একজন পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় তার দেহে দুটি গুলিবিদ্ধ হয়েছে। বুকের ডান পাশে একটি ও নাভির কয়েক ইঞ্চি নিচে অপর গুলিটি বিদ্ধ হয়েছে। শাহ আলমের ছেলে শাহিন আলম জানান, কয়েকদিন ধরে সন্ত্রাসী লেংড়া আমির চাঁদা চেয়ে তার বাবাকে হুমকি দিচ্ছিল। তাদের ধারণা, চাঁদা না পেয়ে লেংড়া আমিরই এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরো জানান, কিছু বুঝে উঠার আগেই একটি মোটরসাইকেলে দুই সন্ত্রাসী এসে গাড়িতে বসা অবস্থায় তার বাবাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরপর কয়েকটি গুলি ছোড়ার পর সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কয়েক দফা তার অস্ত্রোপচার হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। ঘটনার পরপর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উল্লেখ্য, এর আগেও সন্ত্রাসী লেংড়া আমির চাঁদার টাকা না পেয়ে একাধিক ব্যক্তিকে গুলি করেছে বলে অভিযোগ রয়েছে।
No comments