মর্গের ডোমের পদে চাকুরির জন্য পিএইচডি ও এমফিলদের আবেদন
পশ্চিমবঙ্গে
বেকার সংখ্যা কি হারে বেড়ে চলেছে তার নতুন নতুন নজির তৈরি হচ্ছে চাকুরির
আবেদনের ক্ষেত্রে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের
মর্গের জন্য অস্থায়ী ডোমের পদে লোক নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা
হয়েছিল। আর এই পদের জন্য আবেদন করেছেন ৩১৫ জন। কিন্তু আবেদনকারীদের যোগ্যতা
দেখে হাসপাতাল কর্তপক্ষ অবাক হয়েছেন। আবেদনকারীদের মধ্যে রয়েণেন পিএইচডি,
এমফিল এবং পোস্ট গ্রাজুয়েট উত্তীর্ণ প্রার্থীরাও। কলেজ হাসপাতালের ভাইস
প্রিন্সিপাল অমিত দাঁ পড়েছেন মহা ফাঁপড়ে। তিনি জানিয়েছেন, এই পদের জন্য
অষ্টম শ্রেণি উত্তীর্ণ চাওয়া হয়েছিল। কিন্তু উচ্চ শিক্ষিতরা আবেদন করায়
কীভাবে নিয়োগ করা হবে তা নিয়ে চিন্তাভাবনা শুরু করা হয়েছে।
No comments