মওদুদের রিট শুনানি আরও দুই সপ্তাহ মুলতবি
‘বিনা নোটিশে বাড়ি থেকে উচ্ছেদের’ বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের রিট আবেদনের শুনানি আরও দুই সপ্তাহ মুলতবি (স্ট্যান্ড ওভার) করেছেন হাইকোর্ট। একই বিষয়ে নিম্ন আদালতে করা মওদুদের আরও একটি মামলা (স্যুট) থাকায় সেটি প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সময় দেয়া হয়েছে। রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ৮ জুন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি শুরু হয়েছিল। পরে ২ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন এ বেঞ্চ। এরই মধ্যে মওদুদ আহমদ ওই বেঞ্চ থেকে আউট অব লিস্ট (কার্যতালিকা থেকে প্রত্যাহার) করে বর্তমান বেঞ্চে উত্থাপন করেন। মওদুদের পক্ষে এ জে মোহাম্মদ আলী এবং রাজউকের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
No comments