শ্রেণিকক্ষে প্রতিবন্ধি ছাত্রীকে ধর্ষণ
দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নে স্কুলের শ্রেণিকক্ষে এক প্রতিবন্ধি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ৪র্থ শ্রেণির ওই ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে জানান স্থানীয়রা। ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, রোববার প্রতিবন্ধি ওই ছাত্রী (১২) যথারীতি স্কুলে যায়। বিকালে বাড়ি ফিরে দেখে তার পাঠ্যপুস্তকের একটি বই নেই। বইটি খুঁজতে সে স্কুলে গেলে বৃষ্টির কারণে সে আটকা পড়ে। এ সুযোগে বখাটে মো. মাসুদ তাকে একা পেয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে অভিভাবকদের বিষয়টি জানালে শিশুটিকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে সে ফেনী সদর হাসপাতালে ভিকটিম ক্রাইসিস ইউনিটে ভর্তি রয়েছে। এ ঘটনায় ধর্ষিতা ছাত্রীর চাচা বাদী হয়ে উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর খুশিপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. মাসুদকে আসামি করে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা করেছেন। মামলা নং-০৪/১৭, তারিখ-১০/০৭/২০১৭ইং। ধর্ষকের সহযোগী উত্তর খুশিপুর গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে হারুনুর রশিদকে পুলিশ গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবুল হক যুগান্তরকে জানান, ধর্ষিতা প্রতিবন্ধি হওয়ায় প্রাথমিকভাবে হাসপাতালে বক্তব্য নেয়া যায়নি। চিকিৎসকের পরামর্শ মোতাবেক ফের গিয়ে ধর্ষিতার বক্তব্য নেয়া হবে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
No comments