ডোকলামে তাঁবু ফেলতে শুরু করেছে ভারতীয় সেনা
চীন সীমান্তের ডোকলামে এবার তাঁবু ফেলতে শুরু করল ভারতীয় সেনা। জুন মাসের শুরু থেকে সেখানে ভারতীয় বাহিনী চীনা সেনার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। জুনের শেষ দিকে এসে উত্তেজনা আরও বাড়ায় সৈন্য সমাবেশও বাড়ানো হয়েছে। এবার ডোকলামে ক্যাম্প বসানো শুরু করে নয়াদিল্লি এই বার্তা দিতে চাইছে যে, বেইজিংয়ের চাপের সামনে মাথা নত করা হবে না। চীন সেনা না সরানো পর্যন্ত একতরফা পিছু হঠার প্রশ্নই ওঠে না। ভারত-ভুটান-চীন সীমান্তবর্তী ডোকলামে গত মাসের শুরু থেকেই উত্তেজনা বাড়তে শুরু করেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং ভারতীয় সেনাবাহিনী মুখোমুখি অবস্থান করছে ১০ হাজার ফুট উচ্চতায়। সীমান্তে ভারত ও চীনের এমন মুখোমুখি অবস্থান ইতিহাসে নজিরবিহীন।
কিন্তু ভারত যে আরও দীর্ঘ টানাপড়েনের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিতে শুরু করেছে, তা স্পষ্ট হয়ে গেছে। ত্রিদেশীয় সীমান্তের ডোকলামে ভারতীয় বাহিনী তাঁবু ফেলে শিবির তৈরি করা শুরু করে দিয়েছে। ডোকলামে অবস্থানরত বাহিনীর জন্য খাবার, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং সামরিক সরঞ্জামের সরবরাহ যাতে সবসময় পর্যাপ্ত থাকে, তা-ও নিশ্চিত করা হয়েছে। চীনের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হবে ধরে নিয়েই ভারতীয় সেনার এই পদক্ষেপ। ডোকলাম থেকে ভারত সেনা না সরালে চীন সামরিক পদক্ষেপ গ্রহণ করবে বলে হুমকি দেয়া হচ্ছে। কিন্তু দিল্লি বলছে, ২০১২ সালে চীন এবং ভারতের মধ্যে যে চুক্তি হয়েছিল, বেইজিং সেই শর্ত ভেঙেছে। পিটিআই।
No comments