প্রেম নিবেদনের অডিও ফাঁস করায় হামলা
ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রী সোনিয়ার ওপর হামলাকারী বখাটে তানভীরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার তানভীরের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সোনিয়া আক্তার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ওইদিন রাতেই তানভীরের সহযোগী সোহেলকে গ্রেফতার করা হয়। রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটি সভায় তানভীরকে দ্রুত গ্রেফতার ও আহত কলেজছাত্রীর চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রেম নিবেদনের ভিডিও রেকর্ড ফাঁস করে দেয়ায় সোনিয়ার ওপর হামলা চালায় তানভীর। এই হামলার প্রতিবাদে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। হামলার ঘটনায় শনিবার রাতে সোনিয়ার বাবা মলাই মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় বখাটে তানভীরসহ তিনজনকে আসামি করা হয়েছে। জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন যুগান্তরকে বলেন, ‘বখাটে তানভীরকে গ্রেফতারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তানভীরের বাবা মো. মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এদিকে বখাটে তানভীরের বিচার দাবিতে রোববার জেলার বিভিন্ন স্থানে সমাবেশ ও মানববন্ধন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে। উল্লেখ্য, প্রেম আর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রী সোনিয়া আক্তারকে ছুরিকাঘাত করে বখাটে তানভীর। শনিবার বিকালে পৌরশহরের কালীবাড়ি মোড়ে জেএসজে ডেন্টাল পয়েন্ট নামের একটি দন্ত চিকিৎসালয়ে এ ঘটনা ঘটে। সোনিয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে লেখাপড়ার পাশাপাশি জেএসজে ডেন্টাল পয়েন্টে অফিস সহকারী হিসেবে চাকরি করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া রোববার যুগান্তরকে জানায়, ২০১৬ সালের জানুয়ারি থেকে বি-বাড়িয়া সদরের পীরবাড়ি মৌবাগের মিজানুর রহমানের ছেলে তানভীর তাকে মোবাইল ফোনে প্রেম নিবেদন করে আসছে। সাড়া না দেয়ায় সে তাকে বিভিন্ন সময়ে নানাভাবে হুমকি দিয়ে আসছে। গত ৬ মাস আগে তানভীর বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে আসে। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে তারা কারও কাছে অভিযোগ করার সাহস পায়নি। সোনিয়া আরও জানায়, চার মাস আগে তানভীরকে বিয়ে দেন তার বাবা-মা। ঘরে নতুন বউ রেখেও তার (সোনিয়া) পিছু ছাড়েনি তানভীর। তানভীর তাকে বিয়ের প্রস্তাব দেয় ফোনে। এসব ফোনালাপের অডিও রেকর্ড সোনিয়া তানভীরের বাবার কাছে পৌঁছে দেয়। এজন্য তানভীরকে তার বাবার গালিগালাজ শুনতে হয়। এতে তানভীর ক্ষিপ্ত হয়ে শনিবার কালীবাড়ি মোড়ের জেএসজে ডেন্টাল পয়েন্টে ওই তরুণীর কর্মস্থলে এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
No comments