‘হায় ঈশ্বর! এ তো ওবামা!’
জীবনে এত আনন্দময় সেলফি বোধহয় আর তোলেননি আলাস্কার এই মা। তার ৬ মাস বয়সী ফুটফুটে শিশুটিকে নিয়ে হয়তো অনেক মজার সেলফিই তুলেছেন। কিন্তু এবারেরটা জীবনের সেরা! কারণ, তিনি যখন ছবি তুলছেন তখন তার বড় বড় চোখের শিশুটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কোলে! আমেরিকার অ্যানকোরেজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সোমবার বিমানের অপেক্ষায় ছিলেন জোলেনে জ্যাকিনস্কাই। যেখানে বসে অপেক্ষা করছিলেন, সেখানেই এক লোকের দিকে চোখ গেল তার। তাকে দেখতে ওবামার মতোই তো লাগছে! কণ্ঠে উত্তেজনা নিয়েই জানালেন, আগ্রহ থেকে আমি কাছে গেলাম। হায় ঈশ্বর! এ তো ওবামা! সুখস্মৃতি তার চোখে-মুখে উছলে পড়ছে। নিউহালেন নামে আলাস্কার ছোট একটা গ্রামে তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই তিনি ওবামার দেখা পেলেন। এরপর ওবামা তার সঙ্গে কথা বললেন।
জিজ্ঞাসা করলেন, এই মিষ্টি মেয়েটি কে? তারা বেশ কিছুক্ষণ কথা বললেন। বাচ্চারা কত দ্রুত বড় হয়ে ওঠে- এ নিয়ে অনেক কথা হল তাদের। ছবি তোলার সুযোগ কি আর হেলায় হারান জোলেনে। ঝটপট কয়েকটি সেলফি তুললেন। সাবেক মার্কিন প্রেসিডেন্টের কোলে ছিল তার মেয়ে গিসেলে। ওবামা যখন বিমানবন্দরে বসে আছেন, তখন কর্তৃপক্ষ জানতেন না যে তিনি অপেক্ষা করছেন। গিসেলের বাবাও ছিলেন সেখানে। তিনি যখন এলেন তখন ওবামা বেশ মজা করে বললেন, আমি আপনার মেয়েটিকে নিয়ে যাচ্ছি। বারাক ওবামা প্রেসিডেন্ট পদে না থাকলেও তিনি আমেরিকার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আর ছোট্ট শিশুদের সঙ্গে তার খুনসুটিও সবাই উপভোগ করেন। বিমানবন্দরের গোটা ঘটনার সময় চুপ ছিল ছোট্ট গিসেলে। তবে তার চোখেও যেন ছিল জগতের বিস্ময়। এই ছবিটিই হয়তো তার ক্ষুদ্র জীবনের এক বড় অর্জন। সিএনএন।
No comments