স্বামীর পছন্দের 'পিংক' বিকিনিতে সানি
ভ্যালেনটাইন'স
ডে গিফট কারো বিপদে যে কাজে আসতে পারে সানি লিওনিই হয়তো এর পারফেক্ট
উদাহরণ। ববি খান পরিচালিত 'এক পাহেলি লীলা' মুভির একটি গানের শুটিংয়ে
সানির জন্য যুৎসই বিকিনি খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন রঙের ও ধরনের
চারটি বিকিনি পরে ট্রায়াল দিলেও কেউ এতে সন্তুষ্ট ছিলেন না। ববি খানসহ
অনেকের মাথায় বিভিন্ন ধরনের আইডিয়া আসছিল। কিন্তু কারোরটাই মনমতো হচ্ছিল
না। শেষ পর্যন্ত বিকিনির পারফেক্ট আইডিয়াটা আসে সানির মাথা থেকেই।
শুটিংয়ের জন্য নিজের ওয়ারড্রব থেকে তিনি স্বামীর দেওয়া একটি পিংক বিকিনি
বেছে নিলেন। আর তাতেই বাজিমাত! পিংক ওই বিকিনি পরেই শুট করলেন তিনি। ওই
বিকিনিতে বেশ মানিয়েছেও সানিকে। পরিচালক ববি খান নিজেই ভারতীয় দৈনিক
মুম্বাই মিররকে একথা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
ববি খান মিররকে বলেন, 'সানির জন্য আমরা একটা পারফেক্ট বিকিনি খুঁজছিলাম। আমরা চারটি ট্রায়াল দিলেও কোনটিতে সানিকে মানানসই লাগছিল না। শেষ অবধি পিংক বিকিনি বেছে নেওয়াটা ছিল সানিরই একটা আইডিয়া। পিংক বিকিনি তার স্বামী ডেনিয়েলেরও পছন্দের একটি।'
'এক পাহেলি লীলা'র একটি গানে সানির পরিহিত ওই পিংক বিকিনি স্বামী ডেনিয়েল ওয়েবারই নাকি তাকে ভ্যালেনটাইন'স ডে উপলক্ষ্যে উপহার দিয়েছিল। এমনকি বিকিনিটি বলিউড-পূর্ববর্তী কোনো একটি মুভিতে সানি পরেছিলও। একটি সূত্রকে উদ্ধৃত করে মিরর একথা জানায়।
উল্লেখ্য, চলতি বছরের ১০ এপ্রিল 'এক পাহেলি লীলা' মুভিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে সানির বিপরীতে অভিনয় করেছেন জে বানসালী।
ববি খান মিররকে বলেন, 'সানির জন্য আমরা একটা পারফেক্ট বিকিনি খুঁজছিলাম। আমরা চারটি ট্রায়াল দিলেও কোনটিতে সানিকে মানানসই লাগছিল না। শেষ অবধি পিংক বিকিনি বেছে নেওয়াটা ছিল সানিরই একটা আইডিয়া। পিংক বিকিনি তার স্বামী ডেনিয়েলেরও পছন্দের একটি।'
'এক পাহেলি লীলা'র একটি গানে সানির পরিহিত ওই পিংক বিকিনি স্বামী ডেনিয়েল ওয়েবারই নাকি তাকে ভ্যালেনটাইন'স ডে উপলক্ষ্যে উপহার দিয়েছিল। এমনকি বিকিনিটি বলিউড-পূর্ববর্তী কোনো একটি মুভিতে সানি পরেছিলও। একটি সূত্রকে উদ্ধৃত করে মিরর একথা জানায়।
উল্লেখ্য, চলতি বছরের ১০ এপ্রিল 'এক পাহেলি লীলা' মুভিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে সানির বিপরীতে অভিনয় করেছেন জে বানসালী।
No comments