সংলাপ করব না এটা সমাধানের কথা নয়
সাবেক
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন,
কারও সঙ্গে সংলাপ হবে না- সরকারের এমন বক্তব্য সমাধানের কথা নয়। যে দল
দেশের কমপক্ষে ৩৩ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে তাদের সঙ্গে সমঝোতা করতেই
হবে। বুধবার চ্যানেল আইতে আজকের সংবাদপত্র শীর্ষক টকশোয় অংশ নিয়ে তিনি এ
কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন মহল বলছে, যুদ্ধ শেষ না হওয়া
পর্যন্ত কোনো সংলাপ নয়। কিন্তু কার সঙ্গে যুদ্ধ? সাধারণ মানুষের সঙ্গে।
সাধারণ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ জিততে পারবে না। সঞ্চালক বিশিষ্ট
সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন,
জাতিসংঘের মহাসচিব সংলাপের জন্য চিঠি পাঠিয়েছেন। তিনি তারানকোকে দায়িত্ব
দিয়েছেন দুই দলকে সমঝোতায় নিয়ে আসার জন্য। আওয়ামী লীগ এর প্রতিক্রিয়ায়
বলেছে, সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হতে পারে না। বিষয়টি খুব ঘোলাটে হয়ে
যাচ্ছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে। ভারতও উৎকণ্ঠায়
আছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে
সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত হয়েছে। সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। আবার
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনাও বাড়ছে। তিনি বলেন, কিছু পরস্পরবিরোধী
কথাবার্তা সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। একবার বলছে আইএস বা হিযবুত
তাহরীর হুমকি নয়। আবার প্রতিদিন বিভিন্ন ধরনের ঘটনা যোগ হচ্ছে। বোমা আসছে।
গণমাধ্যমে প্রকাশ হয়েছে সব দলের লোকেরা বোমা সরঞ্জাম আনছে। তাহলে এসব ঘটনার
জন্য দায়ী কারা?
সাবেক নির্বাচন কমিশনার বলেন, যারা এ বোমা সরঞ্জাম আনছে তারাই বোমাবাজি করছে। তারা কারা? বিএনপি নেতারা আত্মগোপনে বা জেলে আছেন। তাহলে এর নেতৃত্ব কে দিচ্ছে।
সাবেক নির্বাচন কমিশনার বলেন, যারা এ বোমা সরঞ্জাম আনছে তারাই বোমাবাজি করছে। তারা কারা? বিএনপি নেতারা আত্মগোপনে বা জেলে আছেন। তাহলে এর নেতৃত্ব কে দিচ্ছে।
No comments