মাঝ আকাশে বিমানে বিমানে ধাক্কা
ভারতের ব্যাঙ্গালুরুতে বিমানের প্রদর্শনীতে দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানের পাইলটরা নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন। অ্যারো ইন্ডিয়া শোতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই দুটো বিমানের একটি বিমানের পাইলট ছিলেন চেক প্রজাতন্ত্রের নারী পাইলট রাদকা ম্যাচোভ। ওই দেশ থেকে চার সদস্যের যে প্রতিনিধি দল অংশ নিয়েছে তিনি তার দলনেতা।
যে দুটো বিমানের সংঘর্ষ হয়েছে সেগুলো আকাশে অ্যারোবেটিক প্রদর্শনীতে অংশ নিয়েছিল। প্রতি দু’বছর পরপর ব্যাঙ্গালুরুতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। ক্রেতাদের আকৃষ্ট করার আশায় এতে বিশ্বের বিভিন্ন দেশের জঙ্গিবিমান নির্মাণকারী প্রতিষ্ঠান অংশ নেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রতিরক্ষার জন্য ভারত মূলত আমদানিনির্ভর দেশ হওয়ায় সমরাস্ত্র রফতানিকারকদের প্রিয় দেশ ভারত। এনডিটিভি।
No comments