প্রেমিকসহ নাইট ক্লাবে জিয়া খান
একটা প্রেমের ইতি ঘটতে না ঘটতেই নতুন প্রেমে জড়িয়েছেন বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী জিয়া খান। সম্প্রতি তাকে প্রেমিকসহ একটি নাইট ক্লাবে আবিষ্কার করা গেছে। সেই প্রেমিক আর কেউ নন, অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সবুজ।
প্রায় এক মাস ধরে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক চলছে জিয়া-সবুজের। এদিকে কয়েক মাস আগ পর্যন্ত জসপ্রিত নামের এক যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জিয়া। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। তারপর থেকেই সবুজের সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকেন জিয়া। সম্প্রতি ভারতের কালা ঘোড়া নামক স্থানে একটি ক্লাবে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এ সময় তারা একে অপরকে জড়িয়ে গানের তালে তালে নাচছিলেন। সবুজের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, নাইট ক্লাবে অনেক রোমান্টিক মনে হচ্ছিল তাদের। তারা একে অপরকে জড়িয়ে ধরে চোখে চোখ রেখে নাচছিলেন। মনে হচ্ছিল সত্যিই তারা দু’জন পরস্পরের জন্য সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস। জানা গেছে, পারিবারিকভাবেও তাদের এ সম্পর্ক বিয়ের রূপ দেয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে বিষয়টি এড়িয়ে গেছেন জিয়া। এ বিষয়ে তিনি বলেছেন, সবুজ আমার খুব ভাল বন্ধু। আমরা একে অপরের সঙ্গ খুব উপভোগ করি। অন্তত আমি ওর সঙ্গে সব সময় আনন্দে থাকি। অনেক মজার মানুষ সবুজ। তবে এ সম্পর্ককে অন্য কোন চোখে দেখার সুযোগ নেই। একে অপরের বাড়িতে যাওয়া-আসা রয়েছে আমাদের। তাই বলে বিয়ে সম্পর্কে এখনই কিছু ভাবছি না। ভাবলে অবশ্যই সবাইকে জানাবো।
No comments