সম্পাদক সমীপে- স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য
বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী হরতাল ও অবরোধের নামে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। গাড়ি বা যানবাহন আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে, ভাংচুর করছে।
শান্তিপূর্ণ হরতাল, অবরোধের নামে তারা মানুষ হত্যা করছে। প্রকাশ্য পিস্তল দিয়ে গুলি করছে, সংঘাতে লিপ্ত হচ্ছে।জামায়াত-শিবির যে কোন উপায়ে হোক যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে ও সেই সঙ্গে সরকার পতনের লক্ষ্যে মাঠে নেমেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার সুযোগের অপেক্ষায় তারা ওত পেতে আছে। বিএনপি ও জামায়াত নির্বাচনে পরাজিত হবার আগেই নির্বাচনে কারচুপির কথা বলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। নির্বাচনের পরে যারা জাতীয় সংসদে যাবেন না, তাদের জন্য নির্বাচন হতে পারে না। অবস্থা দেখে মনে হয় নির্বাচনে যাই হোক তালগাছটি বা ক্ষমতা যেন তাদের দিতেই হবে। বাকিওয়ালা আজ নগদ বা পাওনাদারের ওপর চড়াও হচ্ছে। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, অনেকে হতাশায় ভুগছে। জামায়াত তা-ব চালিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। মিডিয়া ক্রয়-বিক্রয় হচ্ছে। সাধু আর ভ- একত্রিত হয়ে কি যেন বলছে কানে কানে। হরতাল, অবরোধ, আগুন, ভাংচুর, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন এসব কোন ইস্যু নয়। দেশে বিরাজমান অবস্থা দেখে মনে হচ্ছে জামায়াত-শিবির ও বিএনপির মূল ইস্যু দুটি। প্রথমত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা এবং দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতা হস্তান্তর। সরকার সমাধান দিচ্ছে না। ধৈর্য ধারণ করছে। দশ নম্বর মহাবিপদ সঙ্কেত ডেকে এনে সাধারণ মানুষকে হ্যামিলনের বংশী বাদকের সুরের জাদুতে সাগরে নিমজ্জিত করছেন। পুলিশের শক্তি হতে ওদের শক্তি অনেক বেশি। কাজেই বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য আর একটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে জাতিকে।
মোঃ মেছের আলী
শ্রীনগর, মুন্সীগঞ্জ
No comments