টি-টোয়েন্টি- সিরিজ দক্ষিণ আফ্রিকার
৩৩ রানের সহজ জয়। কাল পোর্ট এলিজাবেথে তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচের সিরিজটা ২-১-এ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।
সফরকারীদের সামনে ১৮০ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড করতে পারে ৯ উইকেটে ১৪৬ রান। তিন চার ও এক ছয়ে ২২ বলে সর্বোচ্চ ২৫ রান করেছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান মার্টিন গাপটিলের। আরও ছয় কিউই ব্যাটসম্যান দুই অঙ্কের রান পেলেও এগোতে পারেননি বেশি দূর। দক্ষিণ আফ্রিকার পেসার রায়ান ম্যাকলরেন ও বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসো দুজনই ২৫ রানে ৩টি করে উইকেট নিয়েছেন।এর আগে তৃতীয় উইকেট জুটিতে হেনরি ডেভিডস ও জাস্টিন অনটংয়ের ৮৯ রানেই জয়ের ভিত্তি পায় দক্ষিণ আফ্রিকা। ডেভিডস (৬৮) ও অনটং (৪৮) দুজনই খেলেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। ৫১ বলের ৭ চার ও ২ ছয়ে ইনিংসটি খেলে ম্যাচসেরা হয়েছেন ডেভিডস। এরপর ডেভিড মিলার (১৫ বলে ২৮*) ও ফারহান বেহারদিয়েনের (১১ বলে ২২*) দুটি ক্যামিওতে শেষ ছয় ওভারে ৮০ রান তোলে প্রোটিয়ারা। তথ্যসূত্র: টেন ক্রিকেট।
No comments