সাইক্লিংয়ে বিজেএমসি-ই সেরা
গত বছর জাতীয় সাইক্লিংয়ে ২০ সোনার ১৯টিই জিতে চ্যাম্পিয়ন হয় বিজেএমসি। এর আগে টানা তিনবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার।
গতবার বিজেএমসির বাইরে একমাত্র সোনাটি পায় বিজেবি। এবারও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বিজেএমসি। তবে দাপট অনেক কমে গেছে। এবার বিজেএমসির প্রাপ্তি ১২ সোনা, ১০ রুপা ও ৭ ব্রোঞ্জ।কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ হওয়া আবদুল বাসেত ৩৬তম জাতীয় সাইক্লিংয়ে ৪ সোনা, ৮ রুপা ও ৬ ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ হয়েছে আনসার ও ভিডিপি। তৃতীয় হওয়া বিজেবির প্রাপ্তি ৪-২-০। ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চারটি করে সোনা জিতেছেন ছেলেদের বিভাগে বিজেএমসির তরিকুল ইসলাম, মেয়েদের বিভাগে একই দলের সোনিয়া ইয়াসমিন। এবারের একমাত্র রেকর্ডটি গড়েছেন ওই তরিকুল।
কাল শেষ দিনে ছেলেদের এলিমিনেশনে তরিকুল, মেয়েদের বিভাগে সোনিয়া, ৪ হাজার মিটার ব্যক্তিগত পারস্যুটে বিজেবির স্বপন কুমার, মেয়েদের ২ হাজার মিটার ব্যক্তিগত পারস্যুটে বিজেএমসির সপ্তর্ষি রায়, পুরুষ ১৫ হাজার মিটার স্ক্রাচে বিজেএমসির মেহেদি হাসান এবং মেয়েদের ৪ হাজার মিটার স্ক্রাচে সোনা জিতেছেন বিজেএমসির ফারহানা সুলতানা।
No comments