কালাশনিকভ হাসপাতালে
বিশ্বে বহুল ব্যবহৃত অস্ত্র একে-৪৭ রাইফেলের নির্মাতা রাশিয়ার মিখাইল কালাশনিকভ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি অনেক দিন ধরেই হৃদযন্ত্রের সমস্যা ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন।
তবে গত মঙ্গলবার সংবাদমাধ্যমগুলো জানায়, ৯৩ বছর বয়সী কালাশনিকভের পরিস্থিতি উন্নতির দিতে যাচ্ছিল। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কয়েকটি মাধ্যম সেটিকে গুজব বলেও উড়িয়ে দেয়।
সাবেক সোভিয়েত ইউনিয়নের রেড আর্মির তরুণ অফিসার কালাশনিকভ ১৯৪২ সালে দ্বিতীয় মহাযুদ্ধে আহত হন। আহত অবস্থায় হাসপাতালে অনেক দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালে থাকার সময় ছোটদের খাতায় প্রথম একে-৪৭ রাইফেলের নকশা আঁকেন তিনি। 'একে'র পূর্ণরূপ হলো 'অ্যাভতোমাত কালাশনিকভ' বা 'কালাশনিকভ স্বয়ংক্রিয় অস্ত্র'। ১৯৪৭ সালে অস্ত্রটির প্রথম পরীক্ষামূলক সংস্করণ বানানো হয়। এ কারণেই এর সঙ্গে '৪৭' যোগ করা হয়। তৈরির পর পরই একে-৪৭ অস্ত্র হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। সূত্র : এএফপি।
সাবেক সোভিয়েত ইউনিয়নের রেড আর্মির তরুণ অফিসার কালাশনিকভ ১৯৪২ সালে দ্বিতীয় মহাযুদ্ধে আহত হন। আহত অবস্থায় হাসপাতালে অনেক দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালে থাকার সময় ছোটদের খাতায় প্রথম একে-৪৭ রাইফেলের নকশা আঁকেন তিনি। 'একে'র পূর্ণরূপ হলো 'অ্যাভতোমাত কালাশনিকভ' বা 'কালাশনিকভ স্বয়ংক্রিয় অস্ত্র'। ১৯৪৭ সালে অস্ত্রটির প্রথম পরীক্ষামূলক সংস্করণ বানানো হয়। এ কারণেই এর সঙ্গে '৪৭' যোগ করা হয়। তৈরির পর পরই একে-৪৭ অস্ত্র হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। সূত্র : এএফপি।
No comments