আফগানিস্তানে সেনাঘাঁটির সামনে গাড়িবোমা হামলা
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে মার্কিন সেনাঘাঁটির প্রবেশপথে গতকাল বুধবার আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়েছে। এতে অন্তত তিনজন আফগান নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছে। আফগান তালেবানরা হামলার দায় স্বীকার করেছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকী জানান, মার্কিন সেনাঘাঁটির প্রবেশপথে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। ন্যাটো নিয়ন্ত্রিত আন্তর্জাতিক নিরাপত্তা সাহায্য বাহিনীর (আইএসএএফ) মুখপাত্র মেজর মার্টিন ও' ডোনেল জানান, হামলায় তিনজন আফগান নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছে। এখন পর্যন্ত ন্যাটোর সম্মিলিত বাহিনীর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাকিস্তান সীমান্তের খুব কাছে অবস্থিত হওয়ায় খোস্তে তালেবানদের তৎপরতা বেশি। সূত্র : এএফপি।
No comments